২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জাপানি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পি ভি সিন্ধু

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুলাই ২০২২, শনিবার
  • / 31

পুবের কলম, ওয়েবডেস্ক:সিঙ্গাপুর ওপেন দুর্দান্ত গতিতে এগোচ্ছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। জাপানের সায়েনা কাওয়াকামিকে ২১-১৫, ২১-৭ ফলে হারিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে উঠলেন সিন্ধু। প্রথম থেকেই বেশ আত্মবিশ্বাসী মন নিয়ে খেলছিলেন ভারতীয় শার্টলার। মাত্র ৩২ মিনিটেই ম্যাচ জিতে নেন সিন্ধু। ৩৮ নম্বর বাছাই কাওয়ামিকে অনায়াসেই হারিয়ে দিলেন সিন্ধু। দুর্দান্ত সব স্ম্যাশ করলেন ম্যাচে। সিন্ধুর ফোরহ্যান্ড ও ব্যাক হ্যান্ডগুলো ছিল দেখার মত। জাপানি প্রতিপক্ষকে অনেকটা জায়গা জুড়ে খেলালেন সিন্ধু।

 

আরও পড়ুন: বার্মিংহামে সিন্ধু গর্জন, কানাডার মিশেল কে উড়িয়ে দিয়ে এল কমনওয়েলথের অধরা সোনা

প্রথম গেমে জয়ের পর দ্বিতীয় গেমেও ৫-০ ফলে লিভ নিলেন সিন্ধু। ৩২ টি শট র‍্যালিতে ৮-২ ফলে লিড নিলেন তিনি। একটা সময়ে প্রথম গেমে ১৯-৫ এ এগিয়ে দিয়েছিলেন সিন্ধু। শেষ পর্যন্ত অবশ্য কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করে জাপানের প্রতিপক্ষ কাওয়ামি। কিন্তু লাভ হয়নি। সিন্ধু প্রথম গেম জিতে যান। দ্বিতীয় গেমে সিন্ধুর সামনে দাঁড়াতেই পারেননি জাপানের প্রতিপক্ষ। ফল, সিঙ্গাপুর ওপেনার ফাইনালে সিন্ধু। ট্রফি ও সিন্ধুর মাঝে ব্যবধান শুধুমাত্রই এই ফাইনাল।

আরও পড়ুন: সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন সিন্ধু

আরও পড়ুন: সুইশ ওপেনে চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাপানি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পি ভি সিন্ধু

আপডেট : ১৬ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:সিঙ্গাপুর ওপেন দুর্দান্ত গতিতে এগোচ্ছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। জাপানের সায়েনা কাওয়াকামিকে ২১-১৫, ২১-৭ ফলে হারিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে উঠলেন সিন্ধু। প্রথম থেকেই বেশ আত্মবিশ্বাসী মন নিয়ে খেলছিলেন ভারতীয় শার্টলার। মাত্র ৩২ মিনিটেই ম্যাচ জিতে নেন সিন্ধু। ৩৮ নম্বর বাছাই কাওয়ামিকে অনায়াসেই হারিয়ে দিলেন সিন্ধু। দুর্দান্ত সব স্ম্যাশ করলেন ম্যাচে। সিন্ধুর ফোরহ্যান্ড ও ব্যাক হ্যান্ডগুলো ছিল দেখার মত। জাপানি প্রতিপক্ষকে অনেকটা জায়গা জুড়ে খেলালেন সিন্ধু।

 

আরও পড়ুন: বার্মিংহামে সিন্ধু গর্জন, কানাডার মিশেল কে উড়িয়ে দিয়ে এল কমনওয়েলথের অধরা সোনা

প্রথম গেমে জয়ের পর দ্বিতীয় গেমেও ৫-০ ফলে লিভ নিলেন সিন্ধু। ৩২ টি শট র‍্যালিতে ৮-২ ফলে লিড নিলেন তিনি। একটা সময়ে প্রথম গেমে ১৯-৫ এ এগিয়ে দিয়েছিলেন সিন্ধু। শেষ পর্যন্ত অবশ্য কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করে জাপানের প্রতিপক্ষ কাওয়ামি। কিন্তু লাভ হয়নি। সিন্ধু প্রথম গেম জিতে যান। দ্বিতীয় গেমে সিন্ধুর সামনে দাঁড়াতেই পারেননি জাপানের প্রতিপক্ষ। ফল, সিঙ্গাপুর ওপেনার ফাইনালে সিন্ধু। ট্রফি ও সিন্ধুর মাঝে ব্যবধান শুধুমাত্রই এই ফাইনাল।

আরও পড়ুন: সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন সিন্ধু

আরও পড়ুন: সুইশ ওপেনে চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু