০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কাতার বিশ্বকাপ: দিবালা, ডি’মারিয়াকে রেখেই দল ঘোষণা আর্জেন্টিনার

ইমামা খাতুন
  • আপডেট : ১২ নভেম্বর ২০২২, শনিবার
  • / 155

পুবের কলম ওয়েব ডেস্ক: অনেক বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে দল ঘোষণা করল আর্জেন্টিনা। ২৬ জনের দলে চোটগ্রস্ত পাওলো দিবালাকে রেখে চমক দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। দিবালাকে ঘিরে সমর্থকদের সমস্ত আশঙ্কাকে দূরে সরিয়ে রেখেই শনিবার দল ঘোষণা করলেন কোচ স্কালোনি। চোটের জন্য লো সেলসো ছিটকে যাওয়ার পরে সমর্থকদের মত আর্জেন্টিনা কোচের কাছে চাপ তৈরি হয়ে গিয়েছিল দিবালাকে ঘিরে। চোটের কারণে এই মুহূর্তে রোমার হয়ে মাঠে নামতে পারছেন না দিবালা। স্কালোনির আশা, টুর্নামেন্ট শুরুর আগেই দিবালা পুরো ফিট হয়ে উঠবেন।

 

আরও পড়ুন: বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

দলে রয়েছেন চোটের মধ্যে থাকা আর এক তারকা অ্যাঞ্জেল ডি’ মারিয়াও। তাঁর চোট দিবালার মত অতটা গুরুতর নয়। স্বাভাবিকভাবেই লিওনেল মেসির নেতৃত্বেই কাতারে বিশ্বকাপ অভিযানে নামনে আর্জেন্টিনা। কোপা আমেরিকা জয়ে যে সব ফুটবলাররা ছিলেন, তাদের অধিকাংশই কাতারে যাচ্ছেন।

আরও পড়ুন: FIFA U-20 World Cup: নকআউটে আর্জেন্টিনা, বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

 

আরও পড়ুন: বিহার বিধানসভা নির্বাচনের আগেে Monthly Allowance-এর ঘোষণা নীতীশ কুমারের

প্রসঙ্গত, ২০১৮ সালের বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল মেসিদের। কাতারে বিশ্বকাপকে লক্ষ্য রেখে আবু ধাবিতে সোমবার থেকে অনুশীলনে নেমে পড়ছে আর্জেন্টিনা। বুধবার মুহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সংযুক্ত আর আমিরশাহীর বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মেসিরা।

 

কাতারেই বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ কিংবদন্তি লিও মেসির কাছে। তিনি নিজেও জানিয়ে দিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। ডি’ মারিয়ারও হয়তো এটা শেষ বিশ্বকাপ হতে চলেছেন। কোপা আমেরিকা জয়ের পরে ফুটবল বিশেষজ্ঞরাও বলছেন, এ বারের মত শক্তিশালী দল অনেকদিন পায়নি আর্জেন্টিনা।

 

আর্জেন্টিনার বিশ্বকাপ দল:

গোলরক্ষক- এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ফ্র্যাঙ্কো আর্মানি।

ডিফেন্ডার: নাহুল মালিনা, গঞ্জালো মন্টিয়েল, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ানো রোমেরো, এলিসান্দ্রো মার্টিনেজ, ট্যাগলিফিকো, মার্কোস আকুনা এবং জুয়ান ফোরেথ।

মাঝমাঠ: গুইডো রডরিগেজ, রডরিগো ডি’পল, পালাসিও, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ, আলসান্দ্রো গোমেজ এবং লিয়ান্দ্রো পারাদেস।

স্ট্রাইকার: লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা, জুনিয়ান অ্যালভারেজ, জোকিন কোরে এবং অ্যাঞ্জেল ডি’ মারিয়া।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাতার বিশ্বকাপ: দিবালা, ডি’মারিয়াকে রেখেই দল ঘোষণা আর্জেন্টিনার

আপডেট : ১২ নভেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: অনেক বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে দল ঘোষণা করল আর্জেন্টিনা। ২৬ জনের দলে চোটগ্রস্ত পাওলো দিবালাকে রেখে চমক দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। দিবালাকে ঘিরে সমর্থকদের সমস্ত আশঙ্কাকে দূরে সরিয়ে রেখেই শনিবার দল ঘোষণা করলেন কোচ স্কালোনি। চোটের জন্য লো সেলসো ছিটকে যাওয়ার পরে সমর্থকদের মত আর্জেন্টিনা কোচের কাছে চাপ তৈরি হয়ে গিয়েছিল দিবালাকে ঘিরে। চোটের কারণে এই মুহূর্তে রোমার হয়ে মাঠে নামতে পারছেন না দিবালা। স্কালোনির আশা, টুর্নামেন্ট শুরুর আগেই দিবালা পুরো ফিট হয়ে উঠবেন।

 

আরও পড়ুন: বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

দলে রয়েছেন চোটের মধ্যে থাকা আর এক তারকা অ্যাঞ্জেল ডি’ মারিয়াও। তাঁর চোট দিবালার মত অতটা গুরুতর নয়। স্বাভাবিকভাবেই লিওনেল মেসির নেতৃত্বেই কাতারে বিশ্বকাপ অভিযানে নামনে আর্জেন্টিনা। কোপা আমেরিকা জয়ে যে সব ফুটবলাররা ছিলেন, তাদের অধিকাংশই কাতারে যাচ্ছেন।

আরও পড়ুন: FIFA U-20 World Cup: নকআউটে আর্জেন্টিনা, বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

 

আরও পড়ুন: বিহার বিধানসভা নির্বাচনের আগেে Monthly Allowance-এর ঘোষণা নীতীশ কুমারের

প্রসঙ্গত, ২০১৮ সালের বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল মেসিদের। কাতারে বিশ্বকাপকে লক্ষ্য রেখে আবু ধাবিতে সোমবার থেকে অনুশীলনে নেমে পড়ছে আর্জেন্টিনা। বুধবার মুহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সংযুক্ত আর আমিরশাহীর বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মেসিরা।

 

কাতারেই বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ কিংবদন্তি লিও মেসির কাছে। তিনি নিজেও জানিয়ে দিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। ডি’ মারিয়ারও হয়তো এটা শেষ বিশ্বকাপ হতে চলেছেন। কোপা আমেরিকা জয়ের পরে ফুটবল বিশেষজ্ঞরাও বলছেন, এ বারের মত শক্তিশালী দল অনেকদিন পায়নি আর্জেন্টিনা।

 

আর্জেন্টিনার বিশ্বকাপ দল:

গোলরক্ষক- এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ফ্র্যাঙ্কো আর্মানি।

ডিফেন্ডার: নাহুল মালিনা, গঞ্জালো মন্টিয়েল, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ানো রোমেরো, এলিসান্দ্রো মার্টিনেজ, ট্যাগলিফিকো, মার্কোস আকুনা এবং জুয়ান ফোরেথ।

মাঝমাঠ: গুইডো রডরিগেজ, রডরিগো ডি’পল, পালাসিও, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ, আলসান্দ্রো গোমেজ এবং লিয়ান্দ্রো পারাদেস।

স্ট্রাইকার: লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা, জুনিয়ান অ্যালভারেজ, জোকিন কোরে এবং অ্যাঞ্জেল ডি’ মারিয়া।