১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডিজে বন্ধ না হওয়া পর্যন্ত ‘নিকাহ’ পড়াব না ,সাফ কথা কাজীর

পুবের কলম
  • আপডেট : ২১ নভেম্বর ২০২১, রবিবার
  • / 79

পুবের কলম ওয়েবডেস্ক : ডিজে ব্যান্ডের উৎকট গানবাজনা ও আতশবাজি শরিয়াহ বিরুদ্ধ।এ কথা বলে নিকাহ পড়াতে বেঁকে বসলেন কাজী। ঘটনাটি উত্তরপ্রদশের কানপুরের।পাত্রের পরিবার তাঁদের আচরণের জন্য ক্ষমা চাওয়ার পরে এবং ডিজে ও আতশবাজি বন্ধ হওয়ার পরেই কাজী বিয়ে করাতে রাজি হন। প্রায় দুই ঘণ্টা ধরে চলে বিতর্ক।

কানপুরের তালাক মহল এলাকার ব্যবসায়ীর ছেলের বিয়ে ছিল। পাত্রী জাজমউ এলাকার বাসিন্দা। অন্য বিয়েতে যেরকম আয়োজন থাকে, সবই ছিল। নাচের জন্য করা হয়েছিল ডিজে ব্যান্ড। ছিল আতশবাজি পোড়ানোর ব্যবস্থাও। তো বর বিয়ে করতে আসার পর ডিজে-ব্যান্ড বাজতে শুরু করে এবং আতশবাজি পোড়ানো শুরু হয়।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি

অন্য বিয়েতে যেরকম আয়োজন থাকে, এই বিয়েতেও সবই ছিল। নাচের জন্য ছিল ডিজে ব্যান্ড। ছিল আতশবাজি পোড়ানোর ব্যবস্থাও। পাত্র বিয়ে করতে আসার পর ডিজে-ব্যান্ড বাজতে শুরু করে। শুরু হয় আতশবাজি পোড়ানো।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

এমন কাণ্ডকারখানা দেখে বিরক্তি প্রকাশ করেন নিকাহ পড়াতে আসা কাজী মাওলানা মুশতাক মুশাহিদী। সরসারি তিনি নিকাহ পড়াতে অস্বীকার করেন। তিনি বলেন, যতক্ষণ না এসব থামবে তিনি বিয়ে পড়াবেন না। শেষ পর্যন্ত পাত্রের বাড়ির লোকজন তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। এরপর কাজী বিয়ে পড়ান। কাজী বলেন, “ডিজে বাজানো এবং আতশবাজি পোড়ানো কেবল ইসলাম বিরোধী নয়, একই সঙ্গে এতে অর্থেরও অপচয় হয় । তাঁরা ক্ষমা চাওয়ার পর আমি নিকাহ পড়াতে রাজি হই। যেখানেই এমন ঘটনা ঘটুক না কেন, আমি সেখানে বিয়ে পড়াব না।”

আরও পড়ুন: ট্রাক্টর-ট্রলির দুর্ঘটনায় উত্তরপ্রদেশে মৃত্যু ৮ পুণ্যার্থীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডিজে বন্ধ না হওয়া পর্যন্ত ‘নিকাহ’ পড়াব না ,সাফ কথা কাজীর

আপডেট : ২১ নভেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : ডিজে ব্যান্ডের উৎকট গানবাজনা ও আতশবাজি শরিয়াহ বিরুদ্ধ।এ কথা বলে নিকাহ পড়াতে বেঁকে বসলেন কাজী। ঘটনাটি উত্তরপ্রদশের কানপুরের।পাত্রের পরিবার তাঁদের আচরণের জন্য ক্ষমা চাওয়ার পরে এবং ডিজে ও আতশবাজি বন্ধ হওয়ার পরেই কাজী বিয়ে করাতে রাজি হন। প্রায় দুই ঘণ্টা ধরে চলে বিতর্ক।

কানপুরের তালাক মহল এলাকার ব্যবসায়ীর ছেলের বিয়ে ছিল। পাত্রী জাজমউ এলাকার বাসিন্দা। অন্য বিয়েতে যেরকম আয়োজন থাকে, সবই ছিল। নাচের জন্য করা হয়েছিল ডিজে ব্যান্ড। ছিল আতশবাজি পোড়ানোর ব্যবস্থাও। তো বর বিয়ে করতে আসার পর ডিজে-ব্যান্ড বাজতে শুরু করে এবং আতশবাজি পোড়ানো শুরু হয়।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি

অন্য বিয়েতে যেরকম আয়োজন থাকে, এই বিয়েতেও সবই ছিল। নাচের জন্য ছিল ডিজে ব্যান্ড। ছিল আতশবাজি পোড়ানোর ব্যবস্থাও। পাত্র বিয়ে করতে আসার পর ডিজে-ব্যান্ড বাজতে শুরু করে। শুরু হয় আতশবাজি পোড়ানো।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

এমন কাণ্ডকারখানা দেখে বিরক্তি প্রকাশ করেন নিকাহ পড়াতে আসা কাজী মাওলানা মুশতাক মুশাহিদী। সরসারি তিনি নিকাহ পড়াতে অস্বীকার করেন। তিনি বলেন, যতক্ষণ না এসব থামবে তিনি বিয়ে পড়াবেন না। শেষ পর্যন্ত পাত্রের বাড়ির লোকজন তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। এরপর কাজী বিয়ে পড়ান। কাজী বলেন, “ডিজে বাজানো এবং আতশবাজি পোড়ানো কেবল ইসলাম বিরোধী নয়, একই সঙ্গে এতে অর্থেরও অপচয় হয় । তাঁরা ক্ষমা চাওয়ার পর আমি নিকাহ পড়াতে রাজি হই। যেখানেই এমন ঘটনা ঘটুক না কেন, আমি সেখানে বিয়ে পড়াব না।”

আরও পড়ুন: ট্রাক্টর-ট্রলির দুর্ঘটনায় উত্তরপ্রদেশে মৃত্যু ৮ পুণ্যার্থীর