০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ব্রিটেনে ভারতীয় তরুণীর উপর বর্ণবিদ্বেষী হামলা, ধর্ষণের অভিযোগ
মারুফা খাতুন
- আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
- / 191
পুবের কলম ওয়েবডেস্ক : ব্রিটেনের ওল্ডবুরিতে বছর কুড়ির এক শিখ তরুণী বর্ণবিদ্বেষী হামলার শিকার হয়েছেন। অভিযোগ, দুই শ্বেতাঙ্গ যুবক তাঁকে ধর্ষণ করে এবং “নিজের দেশে ফিরে যাও” বলে অপমানজনক মন্তব্য করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে টেম রোডের কাছে।
পুলিশ জানিয়েছে, এটি ‘জাতিগতভাবে উস্কানিমূলক’ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। নির্যাতিতা নিজেই অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে, সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় এমপি প্রীত কৌর গিল ও জস আথওয়াল ঘটনাটিকে ঘৃণ্য ও নারীবিদ্বেষী বলে নিন্দা করেছেন। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

































