ভোটার তালিকা নিয়ে ‘জালিয়াতি’, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন রাহুল

- আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 21
পুবের কলম,ওয়েবডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধি নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, এবারের নির্বাচন ছিল সাজানো। রাহুলের মতে, নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে মিলে কাজ করেছে। বিজেপিকে সরকার-বিরোধী হাওয়া থেকে বাঁচানো হয়েছে। রাহুল কয়েকটি রাজ্যের ফলাফলের ওপর ভিত্তি করে এই অভিযোগ করেছেন। তিনি বলেন, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে ভোট কারচুপি হয়েছে। তার অভিযোগ, ভোটের হার নিয়ে নানা অসঙ্গতি দেখা গেছে। অনেক জায়গায় ভোট গণনায় অস্বাভাবিক পরিবর্তন হয়েছে। এর ফলে বিজেপি অনেকগুলো আসনে অপ্রত্যাশিতভাবে জয় পেয়েছে। কংগ্রেস নেতা মনে করেন, গণতন্ত্রকে দুর্বল করার জন্য এই ধরনের কাজ করা হয়েছে। তিনি আরও বলেন, এই বিষয়ে তদন্ত হওয়া দরকার।
কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ এনেছেন লোকসভার বিরোধী দলনেতা। তিনি দাবি করেছেন যে, বিজেপি এবং নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনে কারচুপি করার জন্য একে অপরের সঙ্গে ষড়যন্ত্র করেছে। এই অভিযোগগুলির মূল ভিত্তি হল কংগ্রেসের একটি অভ্যন্তরীণ সমীক্ষা, যেখানে ভোটার তালিকায় বড় ধরনের ত্রুটি ও ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গেছে। মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় ১ লক্ষেরও বেশি ভুয়ো ভোটার এবং অবৈধ ঠিকানা পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়েছে।
তিনি আরও দাবি করেন যে, এই বিধানসভা কেন্দ্রের মোট ৬.৫ লক্ষ ভোটারের মধ্যে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রাহুল সরাসরি অভিযোগ করেছেন যে, বিজেপি এবং নির্বাচন কমিশন পরস্পর যোগসাজশে এই কারচুপি করেছে। তিনি নির্বাচন কমিশনকে ভোটার তালিকা ইলেকট্রনিক ফরম্যাটে প্রকাশ না করার জন্য তীব্র সমালোচনা করেছেন।
তার মতে, কমিশন ইচ্ছাকৃতভাবে এমন কাগজের তালিকা দেয় যা যন্ত্র দ্বারা পড়া যায় না। যার ফলে ভোটারদের তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়ে। এই গুরুতর অভিযোগগুলি সামনে আসার পরেই কর্ণাটকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে, যার নেতৃত্ব দেবেন রাহুল নিজেই।