অমিত শাহকে বিতর্কিত মন্তব্যের জেরে, ৭ বছরের পুরনো মামলায় জামিন পেলেন রাহুল গান্ধী

- আপডেট : ৬ অগাস্ট ২০২৫, বুধবার
- / 31
পুবের কলম ওয়েবডেস্ক : ৭ বছর আগে করা এক বেফাঁস মন্তব্যের জেরে দায়ের করা এক মামলার নিষ্পত্তি হল আজ। সাত বছর আগে, ঝাড়খণ্ডে এক জনসভায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে বসেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই মামলায় আজ জামিন পেলেন তিনি।
২০১৮ সালে কংগ্রেসের এক জনসভায় শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন। ঝাড়খণ্ডের চাইবাসার এমপি-এমএলএ আদালতে আজ কংগ্রেস সাংসদের জামিনের আর্জি মঞ্জুর করআ হয়েছে। নিজের জামিনের জন্য সশরীরে উপস্থিত ছিলেন। এই ঘটনায় প্রতাপ কুমার নামে এক ব্যক্তি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছিলেন। পালটা হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন রাহুল।
গত ১৪ই মার্চ মামলার শুনানির জন্য রাহুলকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর ১০ই জুন থেকে ৬ই আগস্ট পর্যন্ত এই মামলায় রাহুলের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট। সেই সাপেক্ষে শর্ত দেওয়া হয় রাহুলকে আদালতে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। বুধবার ঝাড়খণ্ডের চাইবাসা আদালতে হাজির হন তিনি। অবশেষে রাহুলের জামিনের আর্জি মঞ্জুর করা হয়।
এরপর রাহুলের আইনজীবী সংবাদমাধ্যমের কাছে বলেন, “ঝাড়খণ্ড হাই কোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার চাইবাসা এমপি-এমএলএ আদালতে সশরীরে হাজির ছিলেন রাহুল। বিচারকের কাছে তিনি জামিনের আবেদন জানান। তাঁর সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। এই মামলার পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।” তিনি শাহকে একজন ‘খুনের অপরাধী’ বলেও অভিযোগ করেছিলেন। রাহুল বলেন, কংগ্রেস দলে কোনও হত্যাকারী কখনও সর্বভারতীয় সভাপতি পদে বসতে পারেন না। এই ঘটনা শুধুমাত্র বিজেপির মত দলেই দেখা যায়।