২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কনকনে শীতে সাদা টি-শার্টে রাহুল, ‘গরিবদের দূরবস্থার কথা মিডিয়ায় নেই কেন?’

ইমামা খাতুন
  • আপডেট : ৫ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 139

পুবের কলম ওয়েব ডেস্ক: প্রচণ্ড শীতে কাঁপছে উত্তর ভারতসহ   দেশের বিভিন্ন অংশ। এই কনকনে ঠান্ডায় ভারত জোড়ো পদযাত্রায়  রাহুলের গায়ে সাদা টি-শার্ট। ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারি  থেকে সাদা রঙের টি-শার্ট পরেই এই যাত্রা শুরু করেছিলেন রাহুল।  তারপর থেকে টি-শার্টের রঙ পরিবর্তন হয়নি। কাটেননি চুল-দাড়িও।  জাতীয় রাজনীতিতে এখন আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে  দাঁড়িয়েছে রাহুলের টি-শার্ট। আরও স্পষ্ট করে বলতে গেলে দিল্লি ও  উত্তরপ্রদেশের হাড়কাঁপানো ঠান্ডায় এত পাতলা পোশাক পরে তিনি  কীভাবে আছেন?

 

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

এ ব্যাপারে রাহুল আগেই জানিয়েছিলেন, দেশের বহু মানুষ এই  শীতে খালি গায়ে রয়েছেন। তাদের কষ্ট তিনি অনুভব করার চেষ্টা  করছেন। এর পাশাপাশি এদিন তিনি জানান, আমার টি-শার্ট নিয়ে প্রশ্ন  তোলাটা কোনও প্রকৃত ইস্যু নয়। দেশের শিশু, কৃষক ও শ্রমিকরা  এই শীতেও গরম জামাকাপড় ছাড়া ঘুরছেন। এটাই বাস্তব সমস্যা।  আমার পাশে দরিদ্র অনেকেই ছেড়া জামাকাপড় পরে হাঁটছেন।  মিডিয়া তাদের কথা কেন তুলে ধরছে না? কেন তারা প্রশ্ন তুলছেন না দরিদ্র কৃষক ও শ্রমিকরা সোয়েটার বা জ্যাকেট পরে এই শীতে কীভাবে রয়েছেন?

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

 

আরও পড়ুন: নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে একহাত নিলেন রাহুল গান্ধী

এদিন ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়েও ক্ষোভ উগরে দেন রাহুল গান্ধি। এর  মাধ্যমে সেনাদেরকে ভাড়াটে বাহিনীতে পরিণত করতে চাইছে  মোদি সরকার। এই প্রকল্প ঘোষণার পরপরই দেশজুড়ে ব্যাপক  বিক্ষোভ দেখিয়েছিলেন সেনা বিভাগে চাকরিপ্রার্থী যুবকরা। এ প্রসঙ্গে  রাহুলের মন্তব্য, ‘যখন এর বিরুদ্ধে যুবকরা পথে নেমেছিল, তখন  মোদিজি বলেছিলেন যে প্রতিবাদে যারা অংশ নেবে তাদের ছবি  তুলে রাখা হবে এবং তাদেরকে সরকারি চাকরি দেওয়া হবে না।  বিজেপির নীতি হল দেশের কৃষক, শ্রমিক, যুবকদের ভীত করে  তোলা।’ প্রসঙ্গত, মঙ্গলবার রাহুলের নেতৃত্বে এই পদযাত্রা  উত্তরপ্রদেশে প্রবেশ করেছে। ভারত জোড়ো পদযাত্রা ইতিমধ্যে  তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র,  মধপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা ও দিল্লি ছুঁয়ে এসেছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কনকনে শীতে সাদা টি-শার্টে রাহুল, ‘গরিবদের দূরবস্থার কথা মিডিয়ায় নেই কেন?’

আপডেট : ৫ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: প্রচণ্ড শীতে কাঁপছে উত্তর ভারতসহ   দেশের বিভিন্ন অংশ। এই কনকনে ঠান্ডায় ভারত জোড়ো পদযাত্রায়  রাহুলের গায়ে সাদা টি-শার্ট। ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারি  থেকে সাদা রঙের টি-শার্ট পরেই এই যাত্রা শুরু করেছিলেন রাহুল।  তারপর থেকে টি-শার্টের রঙ পরিবর্তন হয়নি। কাটেননি চুল-দাড়িও।  জাতীয় রাজনীতিতে এখন আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে  দাঁড়িয়েছে রাহুলের টি-শার্ট। আরও স্পষ্ট করে বলতে গেলে দিল্লি ও  উত্তরপ্রদেশের হাড়কাঁপানো ঠান্ডায় এত পাতলা পোশাক পরে তিনি  কীভাবে আছেন?

 

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

এ ব্যাপারে রাহুল আগেই জানিয়েছিলেন, দেশের বহু মানুষ এই  শীতে খালি গায়ে রয়েছেন। তাদের কষ্ট তিনি অনুভব করার চেষ্টা  করছেন। এর পাশাপাশি এদিন তিনি জানান, আমার টি-শার্ট নিয়ে প্রশ্ন  তোলাটা কোনও প্রকৃত ইস্যু নয়। দেশের শিশু, কৃষক ও শ্রমিকরা  এই শীতেও গরম জামাকাপড় ছাড়া ঘুরছেন। এটাই বাস্তব সমস্যা।  আমার পাশে দরিদ্র অনেকেই ছেড়া জামাকাপড় পরে হাঁটছেন।  মিডিয়া তাদের কথা কেন তুলে ধরছে না? কেন তারা প্রশ্ন তুলছেন না দরিদ্র কৃষক ও শ্রমিকরা সোয়েটার বা জ্যাকেট পরে এই শীতে কীভাবে রয়েছেন?

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

 

আরও পড়ুন: নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে একহাত নিলেন রাহুল গান্ধী

এদিন ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়েও ক্ষোভ উগরে দেন রাহুল গান্ধি। এর  মাধ্যমে সেনাদেরকে ভাড়াটে বাহিনীতে পরিণত করতে চাইছে  মোদি সরকার। এই প্রকল্প ঘোষণার পরপরই দেশজুড়ে ব্যাপক  বিক্ষোভ দেখিয়েছিলেন সেনা বিভাগে চাকরিপ্রার্থী যুবকরা। এ প্রসঙ্গে  রাহুলের মন্তব্য, ‘যখন এর বিরুদ্ধে যুবকরা পথে নেমেছিল, তখন  মোদিজি বলেছিলেন যে প্রতিবাদে যারা অংশ নেবে তাদের ছবি  তুলে রাখা হবে এবং তাদেরকে সরকারি চাকরি দেওয়া হবে না।  বিজেপির নীতি হল দেশের কৃষক, শ্রমিক, যুবকদের ভীত করে  তোলা।’ প্রসঙ্গত, মঙ্গলবার রাহুলের নেতৃত্বে এই পদযাত্রা  উত্তরপ্রদেশে প্রবেশ করেছে। ভারত জোড়ো পদযাত্রা ইতিমধ্যে  তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র,  মধপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা ও দিল্লি ছুঁয়ে এসেছে।