‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

- আপডেট : ১১ অক্টোবর ২০২৫, শনিবার
- / 102
পুবের কলম, ওয়েবডেস্ক: নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভেনেজ়ুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে রাহুল গান্ধির তুলনা টানলেন কংগ্রেস মুখপাত্র সুরেন্দ্র রাজপুত। X হ্যান্ডলে মাচাদো ও রাহুলের ছবি শেয়ার করে তিনি লেখেন, “সংবিধান রক্ষার জন্য মাচাদো নোবেল পুরস্কার পেয়েছেন। ভারতের বিরোধী নেতা রাহুল গান্ধীও একই উদ্দেশ্যে লড়াই করছেন।”
রাজনৈতিক মহলের মতে, রাজপুতের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে রাহুলও নোবেলের উপযুক্ত প্রার্থী হতে পারেন। ভেনেজ়ুয়েলায় স্বৈরাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন মাচাদো। কংগ্রেসের দাবি, রাহুল গান্ধীও তেমনভাবেই এনডিএ সরকারের একনায়কতন্ত্র, বেকারত্ব, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ ও সংখ্যালঘুদের অধিকার হরণের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। তাঁদের মতে, রাহুল গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছেন।
इस बार का नोबल शांति पुरस्कार वेनेजुएला की विपक्ष की नेता को मिला है संविधान की रक्षा करने के लिये।
हिंदुस्तान 🇮🇳 के विपक्ष के नेता श्री राहुल गांधी देश के संविधान को बचाने की लड़ाई लड रहे है । pic.twitter.com/xcgfkJixlZ— Surendra Rajput (@ssrajputINC) October 10, 2025