১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রেল দুর্ঘটনা: পরিয়ায়ী শ্রমিকদের সাহায্য করবে সরকার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ জুন ২০২৩, বুধবার
  • / 64

পুবের কলম প্রতিবেদক: গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই। মারাও গিয়েছেন প্রায় তিনশো ট্রেনযাত্রী। সরকার ইতিমধ্যেই মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। এখানেই শেষ নয়, এবার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ক্ষতিপূরণের টাকা দেওয়ার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের অতিরিক্ত ১০ হাজার টাকা এককালীন সাহায্য দেবে রাজ্য প্রশাসন। এছাড়াও আগামী তিনমাসে দু-হাজার টাকা করেও আলাদা করে আর্থিক সাহায্য করবে রাজ্যের শ্রম দফতর।

প্রসঙ্গত, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় একাধিক পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। ইতিমধ্যেই রাজ্যের শ্রম দফতরের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে বিভিন্ন জেলা প্রশাসনকে। কোন জেলায় কত পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন, তার তথ্য চেয়েছে নবান্ন। আজ বুধবারের মধ্যেই তথ্য দিতে হবে।

আরও পড়ুন: makhan chor: কৃষ্ণ ‘মাখনচোর’ নন, দাবি BJP মুখ্যমন্ত্রীর

ওড়িশার ভয়াবহ রেল দুর্ঘটনায় এ রাজ্যের বিভিন্ন জেলায় যাঁরা আহত বা নিহত হয়েছেন তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্যের ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল যে, নিহতের পরিবারের সদস্যদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সব ঠিকঠাক থাকলে আজ আজ, বুধবার দুপুর তিনটে নাগাদ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: The Wire: নিষেধাজ্ঞা প্রত্যাহার, অ্যাকাউন্ট ফিরে পেল ‘দ্য ওয়্যার’

শুক্রবার ট্রেন দুর্ঘটনার পর শনিবারই বালেশ্বরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যান দুর্ঘটনাস্থল পরিদর্শনেও। ওড়িশা সরকারের পক্ষ থেকে কনভয়ে করে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। বাহানাগা হাই স্কুলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ফের মঙ্গলবার কটকে যান মমতা। সেখানে চিকিৎসারতদের দেখার জন্য এবং খোঁজ-খবর  নেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়েও তিনি জানান, আহতদের পাশে থাকবে সরকার। শ্রমিকদের জন্যেও সবরকম সাহায্য করা হবে।

আরও পড়ুন: Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেল দুর্ঘটনা: পরিয়ায়ী শ্রমিকদের সাহায্য করবে সরকার

আপডেট : ৭ জুন ২০২৩, বুধবার

পুবের কলম প্রতিবেদক: গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই। মারাও গিয়েছেন প্রায় তিনশো ট্রেনযাত্রী। সরকার ইতিমধ্যেই মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। এখানেই শেষ নয়, এবার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ক্ষতিপূরণের টাকা দেওয়ার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের অতিরিক্ত ১০ হাজার টাকা এককালীন সাহায্য দেবে রাজ্য প্রশাসন। এছাড়াও আগামী তিনমাসে দু-হাজার টাকা করেও আলাদা করে আর্থিক সাহায্য করবে রাজ্যের শ্রম দফতর।

প্রসঙ্গত, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় একাধিক পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। ইতিমধ্যেই রাজ্যের শ্রম দফতরের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে বিভিন্ন জেলা প্রশাসনকে। কোন জেলায় কত পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন, তার তথ্য চেয়েছে নবান্ন। আজ বুধবারের মধ্যেই তথ্য দিতে হবে।

আরও পড়ুন: makhan chor: কৃষ্ণ ‘মাখনচোর’ নন, দাবি BJP মুখ্যমন্ত্রীর

ওড়িশার ভয়াবহ রেল দুর্ঘটনায় এ রাজ্যের বিভিন্ন জেলায় যাঁরা আহত বা নিহত হয়েছেন তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্যের ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল যে, নিহতের পরিবারের সদস্যদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সব ঠিকঠাক থাকলে আজ আজ, বুধবার দুপুর তিনটে নাগাদ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: The Wire: নিষেধাজ্ঞা প্রত্যাহার, অ্যাকাউন্ট ফিরে পেল ‘দ্য ওয়্যার’

শুক্রবার ট্রেন দুর্ঘটনার পর শনিবারই বালেশ্বরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যান দুর্ঘটনাস্থল পরিদর্শনেও। ওড়িশা সরকারের পক্ষ থেকে কনভয়ে করে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। বাহানাগা হাই স্কুলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ফের মঙ্গলবার কটকে যান মমতা। সেখানে চিকিৎসারতদের দেখার জন্য এবং খোঁজ-খবর  নেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়েও তিনি জানান, আহতদের পাশে থাকবে সরকার। শ্রমিকদের জন্যেও সবরকম সাহায্য করা হবে।

আরও পড়ুন: Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।