উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা, ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

- আপডেট : ১৩ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার
- / 32
পুবের কলম্, ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনায় আজ রাতেই ঘটনাস্থলে যাচ্ছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ৪ জনের। ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। লাইনে সমস্যা থেকেই দুর্ঘটনা প্রাথমিকভাবে অনুমান রেলের। ইতিমধ্যেই রেলের তরফে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।
In an unfortunate incident today, Train no. 15633 Bikaner – Guwahati Express got derailed near New Domohani station under Alipurduar Jn division of N.F. Railway.
Rescue operation has already completed.
Railway has announced ex-gratia payment to the deceased & injured. pic.twitter.com/kcVgfgPDAx
— Ministry of Railways (@RailMinIndia) January 13, 2022
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছে, তিনি ব্যক্তিগতভাবে এই ঘটনার উপর নজর রাখছেন। ইতিমধ্যেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। উদ্ধারকাজের গতিবিধি সম্পর্কেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি।
Shri @AshwiniVaishnaw, Hon’ble Minister of Railways has announced an enhanced amount of ex-gratia compensation to the victims of this unfortunate accident:
Rs. 5 Lakh in case of death,
Rs. 1 Lakh towards grievous and
Rs. 25,000 for minor injuries.— Ministry of Railways (@RailMinIndia) January 13, 2022
মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা। গুরুতর আহতদের জন্য ১ লক্ষ টাকা ও অল্প গুরুতরদের জন্য ২৫ হাজার টাকা ক্ষতিপূরণে ঘোষণা করা হয়েছে। বিকেল ৫ ট নাগাদ ময়নাগুড়ির দোমহনি এলাকায় পাটনা থেকে গুয়াহাটিগামী ১৫৩৬৬ বিকানের এক্সপ্রেস হঠাৎ উলটে যায়। এখনও পর্যন্ত ঠিক কতগুলি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। ৭টি কামরা অধিক ক্ষতিগ্রস্ত বলে জানা গেছে।
Helpline Numbers :
For any enquiry regarding Train No.15633 Guwahati-Bikaner Derailment, please contact at our below mentioned Zonal helpline numbers. pic.twitter.com/IqjzAgwxSp— Ministry of Railways (@RailMinIndia) January 13, 2022
ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছিলেন প্রধানমন্ত্রী। তখনই এই রেল দুর্ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রীর কাছ থেকেই দুর্ঘটনা সম্পর্কে খোঁজ নেন প্রধানমন্ত্রী।
Spoke to Railways Minister Shri @AshwiniVaishnaw and took stock of the situation in the wake of the train accident in West Bengal. My thoughts are with the bereaved families. May the injured recover quickly.
— Narendra Modi (@narendramodi) January 13, 2022