সন্ধ্যায় একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

- আপডেট : ১১ মে ২০২৫, রবিবার
- / 177
পুবের কলম, ওয়েবডেস্ক: তাপদাহের মধ্যেই খুশির খবর। এগিয়ে আসতে চলেছে বর্ষা। জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবারের মধ্যে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপদাহের দাপট। অস্বস্তিজনক আবহাওয়ায় নাজেহাল সাধারণ মানুষ। বুধবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। বুধবার পর্যন্ত গরম বাড়বে কলকাতা-সহ বাকি জেলাগুলিতে। রবিবার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার পর্যন্ত অস্বস্তিকর গরম চলবে। সব জেলায় ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
এদিন উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে পারে। বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের নীচের জেলাগুলিতে গরম আবহাওয়া থাকবে। তবে উপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যার প্রভাবে এবার দেশে আগেই বর্ষা ঢুকবে বলে মনে করা হচ্ছে। আগামী তিন-চারদিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। সাধারণত ২২ জুন আন্দামান-নিকোবর দীপপুঞ্জে মৌসুমী বায়ু প্রবেশ করে। ১ জুন কেরলে ঢোকে। ৮ জুনের-র মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে মৌসুমী বায়ু। এবার তার আগেই কেরলে বর্ষা ঢুকবে বলে পূর্বাভাস।