পুবের কলম, ওয়েব ডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা ও রাজ্যের বিস্তীর্ণ এলাকা। রেললাইন থেকে বাস টার্মিনাস—সবই ডুবে রয়েছে জলের তলায়। তড়িদাহত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭–৮ জন। জোয়ারের জল মিশে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার শহরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের সব স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ২৪ ও ২৫ সেপ্টেম্বর বন্ধ থাকবে। পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ২৩ সেপ্টেম্বর থেকেই ছুটি কার্যকর হয়েছে এবং ২৫ তারিখ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ২৬ সেপ্টেম্বর থেকে সরকারি পুজোর ছুটি শুরু হওয়ায় নির্ধারিত সময়ের তিন দিন আগেই ছুটি পড়ল।
মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের অফিসে না আসার ছাড় দিয়েছেন। একই সঙ্গে প্রাইভেট সেক্টরগুলিকেও মানবিকতার দিক থেকে কর্মীদের ছুটি দেওয়ার আহ্বান।




































