পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার প্রকাশিত হয়েছে আইআইটি এন্ট্রান্স জেইই অ্যাডভান্সডের ফলাফল। দেশের মধ্যে প্রথম হয়েছেন রাজিত গুপ্তা। দিল্লি জোন তিনি পরীক্ষায় বসেছিলেন। ১৮ মে অনুষ্ঠিত জেইই অ্যাডভান্সড পরীক্ষায় ১ এবং ২ উভয়পত্রেই মোট ১ লক্ষ ৮০ হাজার ৪২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষায় ৫৪ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন বলে সরকারি সূত্রে খবর।
উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৯ হাজার ৪০৪ জন। কমন র্যাঙ্ক লিস্টে শীর্ষস্থানে রয়েছেন আইআইটি দিল্লি জোনের রাজিত গুপ্তা। তিনি ৩৬০ নম্বরের মধ্যে ৩৩২ নম্বর পেয়েছেন। আইআইটি খড়্গপুর জোনের দেবদত্তা মাঝির র্যাঙ্ক ১৬। তিনি ৩৬০ নম্বরের মধ্যে ৩১২ নম্বর পেয়েছেন।






















