‘SIR পে হল্লা বোল, হল্লা বোল…’, সোমবার সকাল পর্যন্ত মুলতুবি রাজ্যসভা

- আপডেট : ১ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 29
পুবের কলম ওয়েবডেস্ক: ‘SIR পে হল্লা বোল, হল্লা বোল হল্লা বোল’। তৃণমূল সাংসদ দোলা সেনের স্লোগানে গলা মেলালেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদরাও। উত্তাল হয়ে উঠল রাজ্যসভা। শুরু থেকেই SIR (ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন) নিয়ে আলোচনার দাবি করে এসেছেন বিরোধী দলের রাজনৈতিক নেতারা। কিন্তু মোদী সরকার কিছুতেই রাজি হননি। শেষে সোমবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।
বিরোধীদের প্রতিবাদে রাজ্যসভা অচল হয়ে পড়ে। সভার কাজ শুরু হতেই বিরোধী দলের সদস্যরা চিৎকার করে প্রতিবাদ জানান এবংস্লোগান দিতে থাকেন। চেয়ারম্যান একাধিকবার সংসদ সদস্যদের শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু কোন লাভ হয়নি। এমনকি এই বিরোধী বিক্ষোভের জেরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি ছিল লোকসভাও। SIR নিয়ে আলোচনা চেয়ে লোকসভার স্পিকারকে চিঠি বিরোধীদের।
বিহারে চলছে SIR। ধীরে ধীরে অন্য রাজ্যেও ভোটার লিস্টে নিবিড় সংশোধন শুরু হবে। বিরোধীদের অভিযোগ, ষড়য়ন্ত্র করে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। উত্তপ্ত দেশ। লোকসভায় SIR নিয়ে আলোচনা চেয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন কংগ্রেস, ডিএমকে, তৃণমূল, এনসিপি, শিবসেনা (উদ্ধব শিবির), আরজেডি এবং আরএসপি। ‘চুপি চুপি ভোটের কারচুপি’, SIR নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের
SIR নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। হাতের পোস্টারে লেখা, ‘চুপি চুপি ভোটের কারচুপি।’ SIR-কে সাইলেন্ট ইনভিজবল রিগিং বলে কটাক্ষ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোস্টারে লেখা সে কথাও।