মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত রামাস্বামী
ইমামা খাতুন
- আপডেট :
২৩ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্ক: ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি বিবেক রামাস্বামী। প্রযুক্তি উদ্যোক্তা, অধিকারকর্মী ও বিনিয়োগকারী এ ব্যক্তি আগামী নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে লড়াইয়ে নামতে চান। বিষয়টি এরই মধ্যে মার্কিন রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। ফক্স নিউজের একটি শোতে অংশ নিয়ে ২০২৪ সালের নির্বাচনে প্রার্থিতার ঘোষণা করেন বিবেক (৩৭)। প্রেসিডেন্ট হিসেবে তিনি আমেরিকার হারানো গৌরব ফিরিয়ে আনতে চান। পাশাপাশি কমাতে চান চিনের ওপর নির্ভরশীলতা। সাক্ষাৎকারে বিবেক বলেন, ‘আমরা সবাই আমেরিকাকে শীর্ষে দেখতে চাই। তবে আমাদের বুঝতে হবে, আমেরিকা আসলে কী। আমি মার্কিন চেতনাকে পুনরুজ্জীবিত করতে চাই।’ চিনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তারকে আমেরিকার জন্য হুমকি মনে করেন বিবেক। তার মতে, এটাই মার্কিন বিদেশনীতির প্রধান চ্যালেঞ্জ। তাই ক্ষমতায় গেলে বিদেশনীতি প্রণয়নের সময় চিনের প্রভাব থেকে দেশকে মুক্ত করার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। আমেরিকার দক্ষিণ-পশ্চিম ওহিওতে বেড়ে ওঠা বিবেকের মা-বাবা ভারতের কেরালার বাসিন্দা ছিলেন। ছোটবেলা থেকেই দারুণ মেধাবী ছিলেন বিবেক রামাস্বামী। তিনি আমেরিকায় আইন বিষয়ে পড়ালেখা করেছেন।