০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রামরহিমকে জেড প্লাস সুরক্ষা! ভোটে ব্যবহার করতেই কি প্যারোলে মুক্তি?

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 33

পুবের কলম ওয়েবডেস্কঃ স্বঘোষিত ধর্মগুরু রামরহিমকে ২১ দিনের জন্য প্যারোলে সাময়িক মুক্তি দিয়েছে হরিয়ানার সরকার। গত ৭ ফেব্রুয়ারি প্যারোলে মুক্তি দেওয়া হয় ডেরা সাচ্চা সওদার প্রধানকে। এবার রাম-রহিমকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল হরিয়ানার সরকার।

 

আরও পড়ুন: সংসদের অধিবেশনে যোগ দিতে ইঞ্জিনিয়ার রাশিদকে দুদিনের প্যারোলে মুক্তি দিল দিল্লি হাইকোর্ট

কিন্তু কেন এই সর্বোচ্চ পর্যায়ের সুরক্ষা দেওয়া হল একজন দন্ডপ্রাপ্তকে?  জানা যাচ্ছে, প্রাণের ঝুঁকি রয়েছে রাম রহিমের। খলিস্তানপন্থীদের পরিকল্পনা রয়েছে তার উপরে হামলার। আর সেই কারণেই তাকে এই বিশেষ নিরাপত্তা দেওয়া হল। প্রসঙ্গত,  এক্স, ওয়াই, ওয়াই প্লাস, জেড ও জেড প্লাস এই ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়। এর মধ্যে জেড প্লাস সর্বোচ্চ পর্যায়ের সুরক্ষা।

আরও পড়ুন: আত্মসমর্পণের ২ সপ্তাহের মধ্যে প্যারোল বিলকিসের অপরাধীর

৫৪ বছরের এই স্বঘোষিত ধর্মগুরুকে ২০১৭ সালে দোষী স্যাব্যাস্ত করে সিবিআইয়ের বিশেষ আদালত। প্রথমে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেও পরে প্রাক্তন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলা এবং দুই অনুগামী মহিলাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে যাবজ্জীবনের সাজা শোনায় আদালত।

আরও পড়ুন: সংগ্রামপুর বিষমদ কাণ্ড­ অন্তর্তদন্ত রিপোর্ট

ওয়াকিবহাল মহলের দাবি পাঞ্জাব ভোটে  এই দন্ডপ্রাপ্ত  ধর্মগুরু কে কাজে লাগানোর জন্যই বিজেপি সরকার তাকে জামিন দিয়েছে। তবে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। রাম- রহিমের প্যারোলে মুক্তির সঙ্গে  ভোটের কোন সম্পর্ক নেই। তিন বছর সাজা খাটা হয়ে গেলে যে কোন দন্ডপ্রাপ্ত আসামী প্যারোলে মুক্তি পেতে পারেন। রামরহিমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রামরহিমকে জেড প্লাস সুরক্ষা! ভোটে ব্যবহার করতেই কি প্যারোলে মুক্তি?

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ স্বঘোষিত ধর্মগুরু রামরহিমকে ২১ দিনের জন্য প্যারোলে সাময়িক মুক্তি দিয়েছে হরিয়ানার সরকার। গত ৭ ফেব্রুয়ারি প্যারোলে মুক্তি দেওয়া হয় ডেরা সাচ্চা সওদার প্রধানকে। এবার রাম-রহিমকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল হরিয়ানার সরকার।

 

আরও পড়ুন: সংসদের অধিবেশনে যোগ দিতে ইঞ্জিনিয়ার রাশিদকে দুদিনের প্যারোলে মুক্তি দিল দিল্লি হাইকোর্ট

কিন্তু কেন এই সর্বোচ্চ পর্যায়ের সুরক্ষা দেওয়া হল একজন দন্ডপ্রাপ্তকে?  জানা যাচ্ছে, প্রাণের ঝুঁকি রয়েছে রাম রহিমের। খলিস্তানপন্থীদের পরিকল্পনা রয়েছে তার উপরে হামলার। আর সেই কারণেই তাকে এই বিশেষ নিরাপত্তা দেওয়া হল। প্রসঙ্গত,  এক্স, ওয়াই, ওয়াই প্লাস, জেড ও জেড প্লাস এই ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়। এর মধ্যে জেড প্লাস সর্বোচ্চ পর্যায়ের সুরক্ষা।

আরও পড়ুন: আত্মসমর্পণের ২ সপ্তাহের মধ্যে প্যারোল বিলকিসের অপরাধীর

৫৪ বছরের এই স্বঘোষিত ধর্মগুরুকে ২০১৭ সালে দোষী স্যাব্যাস্ত করে সিবিআইয়ের বিশেষ আদালত। প্রথমে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেও পরে প্রাক্তন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলা এবং দুই অনুগামী মহিলাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে যাবজ্জীবনের সাজা শোনায় আদালত।

আরও পড়ুন: সংগ্রামপুর বিষমদ কাণ্ড­ অন্তর্তদন্ত রিপোর্ট

ওয়াকিবহাল মহলের দাবি পাঞ্জাব ভোটে  এই দন্ডপ্রাপ্ত  ধর্মগুরু কে কাজে লাগানোর জন্যই বিজেপি সরকার তাকে জামিন দিয়েছে। তবে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। রাম- রহিমের প্যারোলে মুক্তির সঙ্গে  ভোটের কোন সম্পর্ক নেই। তিন বছর সাজা খাটা হয়ে গেলে যে কোন দন্ডপ্রাপ্ত আসামী প্যারোলে মুক্তি পেতে পারেন। রামরহিমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।