২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রানাঘাটে সেনকোর শোরুমে ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত ৪ জন,অধরা ৩

শফিকুল ইসলাম
  • আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার
  • / 12

শফিকুল ইসলাম,রানাঘাট:

রানাঘাটে সেনকোর শোরুমে ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত  হল ৪ জন। ১৪৯ দিনের মাথায় ৩৫ জনের সাক্ষ্যগ্রহণের পর রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টে দোষী সাব্যস্ত ৪। ২৯ অগাস্ট, ২০২৩ তারিখে রানাঘাটে সেনকোর শোরুমে ডাকাতি হয়। ৮ দুষ্কৃতীর মধ্যে ধরা পড়ে ৫ জন। ধৃতদের মধ্যে একজন পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হন, পরে মৃত্যু। বাকি ৩ দুষ্কৃতী এখনও অধরা।উদ্ধার হয় প্রায় এক কোটি টাকার লুঠ হওয়া সোনা এবং হীরের গয়না৷ ডাকাতদের কাছ থেকে লুঠ হওয়া ৩ লক্ষ ৭০ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ৷বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী শোরুমে ঢুকে গুলি চালিয়ে লুঠপাট শুরু করে৷ রানাঘাটে  ডাকাতির খবর পেয়ে দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ পুলিশ এসেছে বুঝতে পেরেই পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা৷ প্রকাশ্যেই রাস্তার উপরে পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ডাকাতদের৷ পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয় দুই ডাকাত৷ ধরা পড়ে যায় আরও দুজন৷

ছাড়াও ধৃতদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ৷ দুষ্কৃতীদের সঙ্গে থাকা তিনটি বাইকও বাজেয়াপ্ত করে পুলিশ৷ ধৃতরা বিহারের বাসিন্দা বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়৷

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রানাঘাটে সেনকোর শোরুমে ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত ৪ জন,অধরা ৩

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার

শফিকুল ইসলাম,রানাঘাট:

রানাঘাটে সেনকোর শোরুমে ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত  হল ৪ জন। ১৪৯ দিনের মাথায় ৩৫ জনের সাক্ষ্যগ্রহণের পর রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টে দোষী সাব্যস্ত ৪। ২৯ অগাস্ট, ২০২৩ তারিখে রানাঘাটে সেনকোর শোরুমে ডাকাতি হয়। ৮ দুষ্কৃতীর মধ্যে ধরা পড়ে ৫ জন। ধৃতদের মধ্যে একজন পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হন, পরে মৃত্যু। বাকি ৩ দুষ্কৃতী এখনও অধরা।উদ্ধার হয় প্রায় এক কোটি টাকার লুঠ হওয়া সোনা এবং হীরের গয়না৷ ডাকাতদের কাছ থেকে লুঠ হওয়া ৩ লক্ষ ৭০ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ৷বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী শোরুমে ঢুকে গুলি চালিয়ে লুঠপাট শুরু করে৷ রানাঘাটে  ডাকাতির খবর পেয়ে দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ পুলিশ এসেছে বুঝতে পেরেই পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা৷ প্রকাশ্যেই রাস্তার উপরে পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ডাকাতদের৷ পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয় দুই ডাকাত৷ ধরা পড়ে যায় আরও দুজন৷

ছাড়াও ধৃতদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ৷ দুষ্কৃতীদের সঙ্গে থাকা তিনটি বাইকও বাজেয়াপ্ত করে পুলিশ৷ ধৃতরা বিহারের বাসিন্দা বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়৷