শ্রীলঙ্কান ক্রিকেটারদের দেশে ফিরতে নির্দেশ রণতুঙ্গার

- আপডেট : ১২ এপ্রিল ২০২২, মঙ্গলবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্কঃ জ্বলছে শ্রীলঙ্কা। দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে এসে ঠেকেছে। পেট্রোল, ডিজেলসহ জ্বালানির মূল্য ধরাছোঁয়ার বাইরে। দেশে জারি হয়েছে জরুরি অবস্থা। কবে এমন অবস্থা থেকে মুক্ত হবে শ্রীলঙ্কা কেউ জানে না। এমত অবস্থায় শ্রীলঙ্কান ক্রিকেটাররা ভারতে আইপিএল খেলুক এটা মোটেও পছন্দ নয় বিশ্বজয়ী শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা কুমার সাঙ্গাকারা মাহেলা জয়বর্ধনেরা আইপিএল ফ্রাঞ্চাইজির মেন্টর। সঙ্গে রয়েছেন লাসিথ মালিঙ্গা। এছাড়াও ওয়ানিন্দু হাসারনগা, ভানুকা রাজাপাকসেসহ বেশ কিছু ক্রিকেটার আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন।
অর্জুনা রণতুঙ্গা চান না তারা আর আইপিএলে থাকুন। এক সাক্ষাৎকারে রণতুঙ্গা জানিয়েছেন, ‘আমাদের দেশে এমন একটা অবস্থা, এরকম অবস্থায় ক্রিকেটাররা কেমন করে বিলাসবহুল ভাবে আইপিএলে রয়েছে আমি বুঝতে পারছি না। গোটা দেশ যেখানে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ-বিক্ষোভে নেমেছে সেখানে আমাদের দেশের ক্রিকেটারদের আইপিএলে থাকাটা বিলাসিতা ছাড়া আর কিছু নয়। ক্রিকেটাররাও এদেশের মানুষ। তাদের উচিত আইপিএল থেকে ফিরে এসে দেশের সাধারণ মানুষের সঙ্গে এক সূত্রে বেঁধে প্রতিবাদ আন্দোলনে নেমে পড়ুক। দেশে যখন সব কিছু খারাপ হচ্ছে তখন তোমাদের বুকের পাটা থাকা উচিত এবং এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত।’
তিনি নিজে কেন আন্দোলনে এখনও শামিল হননি, এই প্রশ্ন করায় প্রাক্তন বিশ্বজয়ী শ্রীলঙ্কান ক্যাপ্টেন জানান, ‘ আমি দীর্ঘ উনিশ বছর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। এটা কোনও রাজনৈতিক ইস্যু নয়।’