দিল্লিতে হাসপাতালের সামনে এলোপাথাড়ি গুলি, নিহত ২, আশঙ্কাজনক আরও ২

- আপডেট : ৯ জুলাই ২০২১, শুক্রবার
- / 45
পুবের কলম, ওয়েবডেস্ক: শুক্রবার সাতসকালে রাজধানী দিল্লির বুকে চলল গুলি। এলোপাথাড়ি প্রায় ২০ থেকে ২৫ রাউন্ড গুলি চালানো হয়। দিল্লির বাবা হিন্দু রাও হাসপাতালের সামনে। এই গুলি চালানোর ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে দুজন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন।
সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে বাইকে করে এসে হাসপাতালের সামনে ভিড়কে লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় আততায়ীরা।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। রাস্তার ধারে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কোন জঙ্গি যোগ রয়েছে কিনা দেখা হচ্ছে তাও। জেরা করা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের। যারা নিহত হয়েছেন তাদের সম্পর্কেও নেওয়া হচ্ছে খোঁজখবর। জেরা করা হচ্ছে তাঁদের আত্মীয়দের। এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।