০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রণবীররা নগ্ন হলে প্রশংসা কিন্তু হিজাব পরলে উগ্র আপত্তিঃ আবু আজমি

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার
  • / 67

ছবি-সংগৃহীত

পুবের কলম ওয়েবডেস্কঃ রণবীর সিং-এর নুড ফটোশ্যুটই এখন টক অফ দ্য টাউন। নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য বরাবর আলোচনায় থাকেন বলিউড অভিনেতা রণবীর সিং। অদ্ভুত পোশাক আর ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করতে তাঁর জুড়ি মেলা ভার। সম্প্রতি আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশ্যুট করে ফের আলোচনার শীর্ষে রণবীর সিং। তাঁর এই ছবি দেখে কার্যত দুভাগ হয়েছে নেটমাধ্যম। নেটিজেনদের একাংশ যেমন তাঁর প্রশংসা করছেন, তেমনই নিন্দা ও কটূক্তি করতেও ছাড়ছেন না অনেকে।

রণবীররা নগ্ন হলে প্রশংসা কিন্তু হিজাব পরলে উগ্র আপত্তিঃ আবু আজমি
নেটিজেনরা যেমন নিজেদের মন্তব্য জানিয়েছেন ঠিক তেমনই রণবীরের নগ্ন ফটোশ্যুট দেখে কড়া প্রতিক্রিয়া দিতে ছাড়েননি সমাজবাদী পার্টির নেতা আবু আজমি। তিনি বলেন, যদি শিল্প ও স্বাধীনতার নামে নগ্নতা গ্রহণযোগ্যতা পায়, তাহলে কেন মেয়েদের হিজাব পরিধান ‘নিপীড়ন’ এবং ‘বৈষম্যমূলক’ তকমা পায়।

আরও পড়ুন: ফের মধ্যপ্রদেশ: চুরি অভিযোগে যুবককে নগ্ন করে বেধড়ক মারধর

এপ্রসঙ্গে, আবু আজমি তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, যদি একজনের নগ্ন ও দেহ প্রদর্শন করাকে শিল্প ও স্বাধীনতার তকমা দেওয়া হয়, তাহলে কেন একটি মেয়ে তাঁর সংস্কৃতি অনুসারে, তাঁর শরীরকে ঢেকে রাখতে পারবে না? কেন হিজাব পরিধানকে বৈষম্য বলে চিহ্নিত করা হয়? তিনি আরও বলেন, আমরা এ কোন সমাজে বাস করছি? যেখানে নগ্নতাকে ফ্যাশন ও সাহসিকতার তকমা দেওয়া হয় এবং শালীন পোশাক ও হিজাবকে ধর্মীয় বৈষম্য হিসেবে দেখা হয়।

আরও পড়ুন: ফের মধ্যপ্রদেশ! এবার চুরির অভিযোগে যুবককে ‘উলঙ্গ’ করে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো  

রণবীররা নগ্ন হলে প্রশংসা কিন্তু হিজাব পরলে উগ্র আপত্তিঃ আবু আজমি
উল্লেখ্য, সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য রণবীর সিং এই ফটোশ্যুট করেন। ‘পেপার’ ম্যাগাজিন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রণবীরের এই নগ্ন ছবিগুলি পোস্ট করেছে। ছবিতে দেখা যাচ্ছে, বলিউড এই অভিনেতার শরীরে একটা সুতো অবধি নেই, অনাবৃত গা। কখনও তুর্কী গালিচার ওপর শুয়ে, আবার কখনও বা আলো আঁধারির মিশেলে নিজেকে ক্যামেরার সামনে অনাবৃত শরীর তুলে ধরেছেন অভিনেতা। দ্বিধাবোধের লেশ মাত্র দেখা যায়নি। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউড এই অভিনেতা গর্ব করে বলেন, আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি। নগ্নতা প্রকাশ করা আমার কাছে আহামরি কিছু নয়।

আরও পড়ুন: সপরিবারে গঙ্গাসাগরে রাজ্যপাল, আয়োজন দেখে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা

একজন নগ্ন ব্যক্তির যদি এমন স্বাধীনতা থাকে তাহলে যে মেয়েটি হিজাব দিয়ে নিজেকে ঢেকে রাখে তাকে নিয়ে আপত্তি কোথায়। কর্ণাটক হিজাব ইস্যু নিয়েও মুখ খোলেন তিনি। আবু বলেন, যদি নগ্নতাকে মান্যতা দেওয়া হয় তাহলে হিজাব পরিধান করাকেও স্বাধীনতার তকমা দিতে হবে।
উল্লেখ্য, শুক্রবার অভিনেতা নিজের ইনস্টাগ্রামে ওই ছবিগুলি শেয়ার করেছেন। তবে রণবীর ঘরণী দীপিকা কিন্তু বরাবরের মতই ‘নগ্নস্বামী’র প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। দীপিকার মতে, ‘রণবীর সিং বরাবরই সাহসী। নিজের পছন্দসই কাজ করতে কোনওদিনই লজ্জা পাননি উনি। এবারেও ফটোশ্যুটেও বেজায় খুশি তিনি।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রণবীররা নগ্ন হলে প্রশংসা কিন্তু হিজাব পরলে উগ্র আপত্তিঃ আবু আজমি

আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ রণবীর সিং-এর নুড ফটোশ্যুটই এখন টক অফ দ্য টাউন। নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য বরাবর আলোচনায় থাকেন বলিউড অভিনেতা রণবীর সিং। অদ্ভুত পোশাক আর ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করতে তাঁর জুড়ি মেলা ভার। সম্প্রতি আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশ্যুট করে ফের আলোচনার শীর্ষে রণবীর সিং। তাঁর এই ছবি দেখে কার্যত দুভাগ হয়েছে নেটমাধ্যম। নেটিজেনদের একাংশ যেমন তাঁর প্রশংসা করছেন, তেমনই নিন্দা ও কটূক্তি করতেও ছাড়ছেন না অনেকে।

রণবীররা নগ্ন হলে প্রশংসা কিন্তু হিজাব পরলে উগ্র আপত্তিঃ আবু আজমি
নেটিজেনরা যেমন নিজেদের মন্তব্য জানিয়েছেন ঠিক তেমনই রণবীরের নগ্ন ফটোশ্যুট দেখে কড়া প্রতিক্রিয়া দিতে ছাড়েননি সমাজবাদী পার্টির নেতা আবু আজমি। তিনি বলেন, যদি শিল্প ও স্বাধীনতার নামে নগ্নতা গ্রহণযোগ্যতা পায়, তাহলে কেন মেয়েদের হিজাব পরিধান ‘নিপীড়ন’ এবং ‘বৈষম্যমূলক’ তকমা পায়।

আরও পড়ুন: ফের মধ্যপ্রদেশ: চুরি অভিযোগে যুবককে নগ্ন করে বেধড়ক মারধর

এপ্রসঙ্গে, আবু আজমি তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, যদি একজনের নগ্ন ও দেহ প্রদর্শন করাকে শিল্প ও স্বাধীনতার তকমা দেওয়া হয়, তাহলে কেন একটি মেয়ে তাঁর সংস্কৃতি অনুসারে, তাঁর শরীরকে ঢেকে রাখতে পারবে না? কেন হিজাব পরিধানকে বৈষম্য বলে চিহ্নিত করা হয়? তিনি আরও বলেন, আমরা এ কোন সমাজে বাস করছি? যেখানে নগ্নতাকে ফ্যাশন ও সাহসিকতার তকমা দেওয়া হয় এবং শালীন পোশাক ও হিজাবকে ধর্মীয় বৈষম্য হিসেবে দেখা হয়।

আরও পড়ুন: ফের মধ্যপ্রদেশ! এবার চুরির অভিযোগে যুবককে ‘উলঙ্গ’ করে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো  

রণবীররা নগ্ন হলে প্রশংসা কিন্তু হিজাব পরলে উগ্র আপত্তিঃ আবু আজমি
উল্লেখ্য, সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য রণবীর সিং এই ফটোশ্যুট করেন। ‘পেপার’ ম্যাগাজিন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রণবীরের এই নগ্ন ছবিগুলি পোস্ট করেছে। ছবিতে দেখা যাচ্ছে, বলিউড এই অভিনেতার শরীরে একটা সুতো অবধি নেই, অনাবৃত গা। কখনও তুর্কী গালিচার ওপর শুয়ে, আবার কখনও বা আলো আঁধারির মিশেলে নিজেকে ক্যামেরার সামনে অনাবৃত শরীর তুলে ধরেছেন অভিনেতা। দ্বিধাবোধের লেশ মাত্র দেখা যায়নি। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউড এই অভিনেতা গর্ব করে বলেন, আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি। নগ্নতা প্রকাশ করা আমার কাছে আহামরি কিছু নয়।

আরও পড়ুন: সপরিবারে গঙ্গাসাগরে রাজ্যপাল, আয়োজন দেখে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা

একজন নগ্ন ব্যক্তির যদি এমন স্বাধীনতা থাকে তাহলে যে মেয়েটি হিজাব দিয়ে নিজেকে ঢেকে রাখে তাকে নিয়ে আপত্তি কোথায়। কর্ণাটক হিজাব ইস্যু নিয়েও মুখ খোলেন তিনি। আবু বলেন, যদি নগ্নতাকে মান্যতা দেওয়া হয় তাহলে হিজাব পরিধান করাকেও স্বাধীনতার তকমা দিতে হবে।
উল্লেখ্য, শুক্রবার অভিনেতা নিজের ইনস্টাগ্রামে ওই ছবিগুলি শেয়ার করেছেন। তবে রণবীর ঘরণী দীপিকা কিন্তু বরাবরের মতই ‘নগ্নস্বামী’র প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। দীপিকার মতে, ‘রণবীর সিং বরাবরই সাহসী। নিজের পছন্দসই কাজ করতে কোনওদিনই লজ্জা পাননি উনি। এবারেও ফটোশ্যুটেও বেজায় খুশি তিনি।’