১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবার নির্বাচনের আগেই প্যারোলে ছাড়া পান ধর্ষক রাম রহিম

সামিমা এহসানা
  • আপডেট : ২১ অক্টোবর ২০২২, শুক্রবার
  • / 64

পুবের কলম, ওয়েব ডেস্ক: দুটো ঘটনা যখন একই সঙ্গে এমনভাবে ঘটে যা দেখলে মনে হয় একটির সঙ্গে আর একটি সম্পর্কযুক্ত তখন সেই ঘটনাকে কাকতালীয় বলা হয়। আর কাকতালীয় ঘটনা কালে ভদ্রেই ঘটে, প্রতিদিন তা হয় না। কিন্তু ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমের প্যারোলে মুক্তি পাওয়ার সঙ্গে হরিয়ানার নির্বাচনের দীর্ঘমেয়াদি কাকতালীয় সম্পর্কের খোঁজ পাওয়া গেছে। ২০১৭ সালে ধর্ষণের মামলায় ২০ বছরের সাজা পেয়েছেন স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম। কিন্তু ৫ বছরে ৮ বার প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। গোটা বিশ্বে ৬ কোটি ভক্ত আছে রাম রহিমের। তাঁর বেশির ভাগ ভক্ত থাকেন উত্তর ভারতে।

প্রতিবার হরিয়ানার নির্বাচনের ঠিক আগেই প্যারোলে মুক্ত হন রাম রহিম। আর এই ঘটনাটা কাকতালীয় বলে মনে করেন বিজেপি শাসিত হরিয়ানার কারা মন্ত্রী রঞ্জিত সিং চৌতালা। নভেম্বরের ৩-১২ তারিখের মধ্যে আদমপুর বিধানসভার উপ নির্বাচন ও রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ঠিক সেই সময় প্রভাবশালী রাম রহিমের প্যারোলের আবেদন গ্রহণ করেছে কারাকর্তৃপক্ষ। ৪০ দিনের জন্য তিনি মুক্ত। এরই মধ্যে বাড়ি ফিরে বুধবার তিনি ভার্চুয়াল সৎসঙ্গ শুরু করেছেন। আর সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বিজেপির বেশ কয়েকজন নেতা, যাঁদের অনেকেই আসন্ন নির্বাচনের প্রার্থী।

আরও পড়ুন: বিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলে তবেই থামব: প্রার্থীদের ভয় দেখানো নিয়ে হুঙ্কার পিকের

এটা যেমন কাকতালীয়, তেমনি অতীতে রাম রহিমের প্যারোলে মুক্তি পাওয়ার প্রতিটা ঘটনায় কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে হরিয়ানার নির্বাচনের সঙ্গে। যেমন, ২০ ফেব্রুয়ারির পঞ্জাব নির্বাচনের ঠিক আগে ৭-২২ ফেব্রুয়ারি তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন। সেই সময় তাঁকে জেড প্লাস সিকিউরিটিও দেওয়া হয়েছিল। ৪ মাসের মধ্যে আবার জুন মাসে তিনি ৩০ দিনের জন্য মুক্তি পেয়েছিলেন। আর ঠিক সেই সময় (১৯ জুন) ছিল হরিয়ানার পৌরসভা নির্বাচন।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

এই সবকটি কাকতালীয় ঘটনার প্রসঙ্গে হরিয়ানা কংগ্রেসের মুখপাত্র কেওয়াল ধিংরা অভিযোগ করেছেন, আদমপুর উপনির্বাচনে প্রভাব বিস্তার করতেই বিজেপি ইচ্ছাকৃত এই সময় রাম রহিমকে প্যারোলে মুক্ত করেছে। এই অভিযোগের জবাবে হরিয়ানার কারামন্ত্রী রঞ্জিত সিং চৌতালা বলেছেন, এই সময় তার প্যারোলে মুক্তি পাওয়ার ঘটনা নেহাৎ কাকতালীয়। তাঁকে প্রশ্ন করা হয়, ধর্ষণের দায়ে অভিযুক্ত আসামী প্যারোলে মুক্ত হয়ে সৎসঙ্গের অনুষ্ঠান কী করে করছেন? এই প্রশ্নের উত্তরে বিজেপির কারামন্ত্রী বলেছেন, প্যারোলে থাকাকালীন ব্যক্তি নিজের খুশি মত অনুষ্টান করতেই পারে। এটা তাঁর ব্যক্তিগত বিষয়। বিজেপির মুখপাত্র পারভীন আত্রেয়-র মতে তাঁর ভক্তরা মাথা পেতে আশীর্বাদ নিতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। অন্যদিকে ১২ নভেম্বর হিমাচল প্রদেশের নির্বাচন। আর সেখানেও রাম রহিমের ভক্তের অভাব নেই। ‘কাকতালীয়ভাবে’ ঠিক এরকম একটা সময়ে রাম রহিমের একটি ভাইরাল ভিডিয়োতে তাঁকে হিমাচল প্রদেশের টুপি পরে দেখা গেছে। যদিও বিজেপি নেতাদের মতে, এই সব ঘটনাই কাকতালীয়।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রতিবার নির্বাচনের আগেই প্যারোলে ছাড়া পান ধর্ষক রাম রহিম

আপডেট : ২১ অক্টোবর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: দুটো ঘটনা যখন একই সঙ্গে এমনভাবে ঘটে যা দেখলে মনে হয় একটির সঙ্গে আর একটি সম্পর্কযুক্ত তখন সেই ঘটনাকে কাকতালীয় বলা হয়। আর কাকতালীয় ঘটনা কালে ভদ্রেই ঘটে, প্রতিদিন তা হয় না। কিন্তু ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমের প্যারোলে মুক্তি পাওয়ার সঙ্গে হরিয়ানার নির্বাচনের দীর্ঘমেয়াদি কাকতালীয় সম্পর্কের খোঁজ পাওয়া গেছে। ২০১৭ সালে ধর্ষণের মামলায় ২০ বছরের সাজা পেয়েছেন স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম। কিন্তু ৫ বছরে ৮ বার প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। গোটা বিশ্বে ৬ কোটি ভক্ত আছে রাম রহিমের। তাঁর বেশির ভাগ ভক্ত থাকেন উত্তর ভারতে।

প্রতিবার হরিয়ানার নির্বাচনের ঠিক আগেই প্যারোলে মুক্ত হন রাম রহিম। আর এই ঘটনাটা কাকতালীয় বলে মনে করেন বিজেপি শাসিত হরিয়ানার কারা মন্ত্রী রঞ্জিত সিং চৌতালা। নভেম্বরের ৩-১২ তারিখের মধ্যে আদমপুর বিধানসভার উপ নির্বাচন ও রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ঠিক সেই সময় প্রভাবশালী রাম রহিমের প্যারোলের আবেদন গ্রহণ করেছে কারাকর্তৃপক্ষ। ৪০ দিনের জন্য তিনি মুক্ত। এরই মধ্যে বাড়ি ফিরে বুধবার তিনি ভার্চুয়াল সৎসঙ্গ শুরু করেছেন। আর সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বিজেপির বেশ কয়েকজন নেতা, যাঁদের অনেকেই আসন্ন নির্বাচনের প্রার্থী।

আরও পড়ুন: বিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলে তবেই থামব: প্রার্থীদের ভয় দেখানো নিয়ে হুঙ্কার পিকের

এটা যেমন কাকতালীয়, তেমনি অতীতে রাম রহিমের প্যারোলে মুক্তি পাওয়ার প্রতিটা ঘটনায় কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে হরিয়ানার নির্বাচনের সঙ্গে। যেমন, ২০ ফেব্রুয়ারির পঞ্জাব নির্বাচনের ঠিক আগে ৭-২২ ফেব্রুয়ারি তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন। সেই সময় তাঁকে জেড প্লাস সিকিউরিটিও দেওয়া হয়েছিল। ৪ মাসের মধ্যে আবার জুন মাসে তিনি ৩০ দিনের জন্য মুক্তি পেয়েছিলেন। আর ঠিক সেই সময় (১৯ জুন) ছিল হরিয়ানার পৌরসভা নির্বাচন।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

এই সবকটি কাকতালীয় ঘটনার প্রসঙ্গে হরিয়ানা কংগ্রেসের মুখপাত্র কেওয়াল ধিংরা অভিযোগ করেছেন, আদমপুর উপনির্বাচনে প্রভাব বিস্তার করতেই বিজেপি ইচ্ছাকৃত এই সময় রাম রহিমকে প্যারোলে মুক্ত করেছে। এই অভিযোগের জবাবে হরিয়ানার কারামন্ত্রী রঞ্জিত সিং চৌতালা বলেছেন, এই সময় তার প্যারোলে মুক্তি পাওয়ার ঘটনা নেহাৎ কাকতালীয়। তাঁকে প্রশ্ন করা হয়, ধর্ষণের দায়ে অভিযুক্ত আসামী প্যারোলে মুক্ত হয়ে সৎসঙ্গের অনুষ্ঠান কী করে করছেন? এই প্রশ্নের উত্তরে বিজেপির কারামন্ত্রী বলেছেন, প্যারোলে থাকাকালীন ব্যক্তি নিজের খুশি মত অনুষ্টান করতেই পারে। এটা তাঁর ব্যক্তিগত বিষয়। বিজেপির মুখপাত্র পারভীন আত্রেয়-র মতে তাঁর ভক্তরা মাথা পেতে আশীর্বাদ নিতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। অন্যদিকে ১২ নভেম্বর হিমাচল প্রদেশের নির্বাচন। আর সেখানেও রাম রহিমের ভক্তের অভাব নেই। ‘কাকতালীয়ভাবে’ ঠিক এরকম একটা সময়ে রাম রহিমের একটি ভাইরাল ভিডিয়োতে তাঁকে হিমাচল প্রদেশের টুপি পরে দেখা গেছে। যদিও বিজেপি নেতাদের মতে, এই সব ঘটনাই কাকতালীয়।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে