০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনকে বিরল সম্মানঃ ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিল ভেনেজুয়েলার সংসদ

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ মে ২০২২, সোমবার
  • / 121

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা অপ্রত্যাশিতভাবে ফিলিস্তিনিদের প্রতি সম্মান ও সংহতি প্রকাশ করেছে। ফিলিস্তিনি ভূখণ্ড ও জাতির প্রতি সংহতি প্রকাশ করে একটি প্রস্তাব পাস করেছে ভেনেজুয়েলার সংসদ। ফিলিস্তিনের নাকবা বা বিপর্যয় দিবস উপলক্ষে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন ভেনেজুয়েলার সংসদ সদস্য কামলা গালিয়ানু। ১৫ মে ফিলিস্তিনে ‘নাকবা’ বা ‘বিপর্যয়’ দিবস হিসেবে পরিচিত। ফিলিস্তিনের ইতিহাসে এটি একটি শোকের দিন। সেদিন থেকেই ফিলিস্তিনিদের জীবনে নেমে আসে মহাবিপর্যয়। ১৯৪৮ সালের এ দিন থেকে ফিলিস্তিনিদের জোর করে তাদের ঘরবাড়ি বের করে দেওয়া শুরু করে দখলদার জায়নবাদীরা। এর একদিন আগে ১৪ মে ইসরাইল নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। ভেনেজুয়েলার সংসদে ফিলিস্তিনিদের পক্ষে প্রস্তাব উত্থাপনকারী গালিয়ানু বলেছেন, ফিলিস্তিনে মানবতার বিরুদ্ধে বিপর্যয় সৃষ্টি করেছে জায়নবাদীরা। বিদ্বেষী নেতারা গোটা ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ভেনেজুয়েলার সংসদ সদস্যরা ফিলিস্তিনিদের পক্ষে উত্থাপিত প্রস্তাবের পক্ষে জোরালো সমর্থন দেন। তারা একবাক্যে ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানান এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। তাঁরা বলেন, ফিলিস্তিনিদের লক্ষ্য, আদর্শের প্রতি ভেনেজুয়েলার সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে, কারণ ফিলিস্তিনিদের দাবি যৌক্তিক ও ন্যায়সংগত। এ সময় ভেনেজুয়েলার সংসদ সদস্যরা ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহ-র কথা স্মরণ করেন এবং এই হত্যাকাণ্ডের নিন্দা জানান। ভেনেজুয়েলার এই সিদ্ধান্ত ও অবস্থানের প্রশংসা করেছে গাজার ইসলামপন্থী রাজনৈতিক দল হামাস। উল্লেখ্য, বিগত ৭৪ বছরে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের ৮৫ শতাংশ ভূখণ্ড দখল করে নিয়েছে এবং এখনও আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করে চলেছে।

আরও পড়ুন: চোখে দাঁত গজিয়েছে, বিরল অস্ত্রোপচারের সাক্ষী থাকল

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিলিস্তিনকে বিরল সম্মানঃ ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নিল ভেনেজুয়েলার সংসদ

আপডেট : ২৩ মে ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা অপ্রত্যাশিতভাবে ফিলিস্তিনিদের প্রতি সম্মান ও সংহতি প্রকাশ করেছে। ফিলিস্তিনি ভূখণ্ড ও জাতির প্রতি সংহতি প্রকাশ করে একটি প্রস্তাব পাস করেছে ভেনেজুয়েলার সংসদ। ফিলিস্তিনের নাকবা বা বিপর্যয় দিবস উপলক্ষে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন ভেনেজুয়েলার সংসদ সদস্য কামলা গালিয়ানু। ১৫ মে ফিলিস্তিনে ‘নাকবা’ বা ‘বিপর্যয়’ দিবস হিসেবে পরিচিত। ফিলিস্তিনের ইতিহাসে এটি একটি শোকের দিন। সেদিন থেকেই ফিলিস্তিনিদের জীবনে নেমে আসে মহাবিপর্যয়। ১৯৪৮ সালের এ দিন থেকে ফিলিস্তিনিদের জোর করে তাদের ঘরবাড়ি বের করে দেওয়া শুরু করে দখলদার জায়নবাদীরা। এর একদিন আগে ১৪ মে ইসরাইল নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। ভেনেজুয়েলার সংসদে ফিলিস্তিনিদের পক্ষে প্রস্তাব উত্থাপনকারী গালিয়ানু বলেছেন, ফিলিস্তিনে মানবতার বিরুদ্ধে বিপর্যয় সৃষ্টি করেছে জায়নবাদীরা। বিদ্বেষী নেতারা গোটা ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ভেনেজুয়েলার সংসদ সদস্যরা ফিলিস্তিনিদের পক্ষে উত্থাপিত প্রস্তাবের পক্ষে জোরালো সমর্থন দেন। তারা একবাক্যে ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানান এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। তাঁরা বলেন, ফিলিস্তিনিদের লক্ষ্য, আদর্শের প্রতি ভেনেজুয়েলার সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে, কারণ ফিলিস্তিনিদের দাবি যৌক্তিক ও ন্যায়সংগত। এ সময় ভেনেজুয়েলার সংসদ সদস্যরা ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহ-র কথা স্মরণ করেন এবং এই হত্যাকাণ্ডের নিন্দা জানান। ভেনেজুয়েলার এই সিদ্ধান্ত ও অবস্থানের প্রশংসা করেছে গাজার ইসলামপন্থী রাজনৈতিক দল হামাস। উল্লেখ্য, বিগত ৭৪ বছরে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের ৮৫ শতাংশ ভূখণ্ড দখল করে নিয়েছে এবং এখনও আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করে চলেছে।

আরও পড়ুন: চোখে দাঁত গজিয়েছে, বিরল অস্ত্রোপচারের সাক্ষী থাকল