০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টি ২০র ইতিহাসে নতুন রেকর্ড রশিদ খানের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ অক্টোবর ২০২১, শনিবার
  • / 33

পুবের কলম, ওয়েবডেস্কঃ শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং আফগানিস্তান। ম্যাচে ছয় বল বাকি থাকতেই ৫ উইকেটে জিতে নেয় পাকিস্তান। কিন্তু ব্যাটে বলে দুই বিভাগেই পাকিস্তানকে করা চ্যালেঞ্জ জানিয়ে গেছে আফগানিস্তান। দুই স্পিনার মুজিবুর রহমান এবং রশিদ খান ম্যাচের দারুণ বল করলেন। রশিদ চার ওভার হাত ঘুরিয়ে ২৬ রান দিয়ে ২টি উইকেট তুলে নিয়েছেন। তার চেয়েও বড় কথা এই ম্যাচে রশিদ খান একটি অনবদ্য নজির সৃষ্টি করেছেন।

ম্যাচের ১৬ তম ওভারের প্রথম বলটিতে মুহাম্মদ হাফিজকে আউট করে টি ২০ ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার অনন্য নজির গড়লেন রশিদ খান। এটি ছিল তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ৫৩ তম ম্যাচ। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার নজির ছিল শ্রীলংকার লাসিথ মালিঙ্গার। তিনি অবশ্য রশিদ খানের থেকে অনেক বেশি অর্থাৎ ৭৬ টি টি ২০ ম্যাচে ১০০ টি উইকেট নিয়েছিলেন। এই ম্যাচে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদ খানের উইকেট সংখ্যা ছিল ৯৯ টি। এই ম্যাচে তিনি বাবর আজমের উইকেট ও তুলে নিয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টি ২০র ইতিহাসে নতুন রেকর্ড রশিদ খানের

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং আফগানিস্তান। ম্যাচে ছয় বল বাকি থাকতেই ৫ উইকেটে জিতে নেয় পাকিস্তান। কিন্তু ব্যাটে বলে দুই বিভাগেই পাকিস্তানকে করা চ্যালেঞ্জ জানিয়ে গেছে আফগানিস্তান। দুই স্পিনার মুজিবুর রহমান এবং রশিদ খান ম্যাচের দারুণ বল করলেন। রশিদ চার ওভার হাত ঘুরিয়ে ২৬ রান দিয়ে ২টি উইকেট তুলে নিয়েছেন। তার চেয়েও বড় কথা এই ম্যাচে রশিদ খান একটি অনবদ্য নজির সৃষ্টি করেছেন।

ম্যাচের ১৬ তম ওভারের প্রথম বলটিতে মুহাম্মদ হাফিজকে আউট করে টি ২০ ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার অনন্য নজির গড়লেন রশিদ খান। এটি ছিল তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ৫৩ তম ম্যাচ। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার নজির ছিল শ্রীলংকার লাসিথ মালিঙ্গার। তিনি অবশ্য রশিদ খানের থেকে অনেক বেশি অর্থাৎ ৭৬ টি টি ২০ ম্যাচে ১০০ টি উইকেট নিয়েছিলেন। এই ম্যাচে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদ খানের উইকেট সংখ্যা ছিল ৯৯ টি। এই ম্যাচে তিনি বাবর আজমের উইকেট ও তুলে নিয়েছেন।