২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শিবপুরে ব্যবসায়ীর  গ্যারেজে গাড়ি থেকে  ২ কোটি  টাকার পাশাপাশি , উদ্ধার সোনা ও হিরের গয়না, তদন্তে হেয়ারস্ট্রীট থানা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ অক্টোবর ২০২২, রবিবার
  • / 36

হাওড়া শিবপুরের গ্যারাজে এই সেই গাড়ি যার মধ্যে থেকে উদ্ধার হয়েছে ২ কোটি টাকা ও সোনা-হিরের গয়না

 

 

আরও পড়ুন: হাওড়ার শিবপুরে শপিং মলে দুর্ঘটনা, চলমান সিঁড়িতে আটকে গেল শিশুর হাত

 

আরও পড়ুন: পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু শিবপুরের ২ যুবকের

 

আরও পড়ুন: শিবপুরে ঘটনাস্থল খতিয়ে দেখলেন সিআইডি আধিকারিকেরা, গ্রেফতার বেড়ে ৩৮

 

আইভি আদক, হাওড়া: গার্ডেনরিচের পর এবার ফের খবরের শিরোনামে উঠে এলো হাওড়ার শিবপুর। ফের কোটি কোটি টাকার হদিশ মিলল। শিবপুরের ওই ব্যবসায়ীর আবাসনের গ্যারেজে গাড়ির ভিতরেই মিলেছে নগদ প্রায় ২ কোটি টাকা। এছাড়াও মিলেছে সোনা ও হীরের গয়না। শনিবার রাতে কলকাতা পুলিশের বিশেষ অভিযানে ওই নগদ টাকার পাশাপাশি সোনা ও হীরের গয়না উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, যার বিরুদ্ধে অভিযোগ শিবপুরের বাসিন্দা ব্যবসায়ী শৈলেশ পাণ্ডার খোঁজ মেলেনি। তাঁর খোঁজে তল্লাশি চলছে। শুধু শৈলেশ পান্ডেই নয়, ঘটনার পর থেকে ব্যবসায়ীর পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি। এক বেসরকারি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের তরফ থেকেও শৈলেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। ও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর তাঁর শিবপুরের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল টাকা ও গয়না উদ্ধার করল কলকাতা পুলিশ। কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ব্যবসায়ী শৈলেশ পান্ডের গাড়ি থেকে ওই বিপুল পরিমাণ অর্থ ও গয়না উদ্ধার করে। বেসরকারি ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশ ২ কোটি নগদ ও বেশ কিছু সোনা হীরে উদ্ধার করে।

শিবপুরে ব্যবসায়ীর  গ্যারেজে গাড়ি থেকে  ২ কোটি  টাকার পাশাপাশি , উদ্ধার সোনা ও হিরের গয়না, তদন্তে হেয়ারস্ট্রীট থানা
উদ্ধার বিপুল স্বর্ণালঙ্কার ও হিরের গয়না

 

সূত্রের খবর, আবাসনের গ্যারেজে রাখা সুজুকি গাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট দুই কোটি কুড়ি লাখ পঞ্চাশ হাজার টাকা। উদ্ধার হয়েছে সোনা রুপা ও হীরের গহনা। গাড়ির নম্বর  WB12C 7751. যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। হেয়ার স্ট্রীট থানা নির্দিষ্ট কেসের ভিত্তিতে শনিবার রাতে আসে। শিবপুর থানার পুলিশের সহায়তায় অভিযান চালায়।পুরনো একটি জালিয়াতির ঘটনার তদন্তে নেমে এই বিপুল পরিমাণ নগদ টাকা গয়না উদ্ধার হয়। সম্পূর্ণ ঘটনার তদন্তে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিবপুরে ব্যবসায়ীর  গ্যারেজে গাড়ি থেকে  ২ কোটি  টাকার পাশাপাশি , উদ্ধার সোনা ও হিরের গয়না, তদন্তে হেয়ারস্ট্রীট থানা

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, রবিবার

 

 

আরও পড়ুন: হাওড়ার শিবপুরে শপিং মলে দুর্ঘটনা, চলমান সিঁড়িতে আটকে গেল শিশুর হাত

 

আরও পড়ুন: পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু শিবপুরের ২ যুবকের

 

আরও পড়ুন: শিবপুরে ঘটনাস্থল খতিয়ে দেখলেন সিআইডি আধিকারিকেরা, গ্রেফতার বেড়ে ৩৮

 

আইভি আদক, হাওড়া: গার্ডেনরিচের পর এবার ফের খবরের শিরোনামে উঠে এলো হাওড়ার শিবপুর। ফের কোটি কোটি টাকার হদিশ মিলল। শিবপুরের ওই ব্যবসায়ীর আবাসনের গ্যারেজে গাড়ির ভিতরেই মিলেছে নগদ প্রায় ২ কোটি টাকা। এছাড়াও মিলেছে সোনা ও হীরের গয়না। শনিবার রাতে কলকাতা পুলিশের বিশেষ অভিযানে ওই নগদ টাকার পাশাপাশি সোনা ও হীরের গয়না উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, যার বিরুদ্ধে অভিযোগ শিবপুরের বাসিন্দা ব্যবসায়ী শৈলেশ পাণ্ডার খোঁজ মেলেনি। তাঁর খোঁজে তল্লাশি চলছে। শুধু শৈলেশ পান্ডেই নয়, ঘটনার পর থেকে ব্যবসায়ীর পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি। এক বেসরকারি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের তরফ থেকেও শৈলেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। ও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর তাঁর শিবপুরের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল টাকা ও গয়না উদ্ধার করল কলকাতা পুলিশ। কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ব্যবসায়ী শৈলেশ পান্ডের গাড়ি থেকে ওই বিপুল পরিমাণ অর্থ ও গয়না উদ্ধার করে। বেসরকারি ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশ ২ কোটি নগদ ও বেশ কিছু সোনা হীরে উদ্ধার করে।

শিবপুরে ব্যবসায়ীর  গ্যারেজে গাড়ি থেকে  ২ কোটি  টাকার পাশাপাশি , উদ্ধার সোনা ও হিরের গয়না, তদন্তে হেয়ারস্ট্রীট থানা
উদ্ধার বিপুল স্বর্ণালঙ্কার ও হিরের গয়না

 

সূত্রের খবর, আবাসনের গ্যারেজে রাখা সুজুকি গাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট দুই কোটি কুড়ি লাখ পঞ্চাশ হাজার টাকা। উদ্ধার হয়েছে সোনা রুপা ও হীরের গহনা। গাড়ির নম্বর  WB12C 7751. যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। হেয়ার স্ট্রীট থানা নির্দিষ্ট কেসের ভিত্তিতে শনিবার রাতে আসে। শিবপুর থানার পুলিশের সহায়তায় অভিযান চালায়।পুরনো একটি জালিয়াতির ঘটনার তদন্তে নেমে এই বিপুল পরিমাণ নগদ টাকা গয়না উদ্ধার হয়। সম্পূর্ণ ঘটনার তদন্তে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।