০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চোখের আলো প্রকল্পে গতি আনতে নিয়োগ ৫০ মেডিকেল টেকনোলজিস্ট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ মে ২০২৩, সোমবার
  • / 35

পুবের কলম প্রতিবেদক:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘চোখের আলো’। এই প্রকল্পের সুবিধা চলতি বছরে যাতে আরও অনেক বেশি মানুষ পেতে পারেন, তার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। আর এর অঙ্গ হিসাবে রাজ্যজুড়ে ৫০ জন মেডিকেল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি)-কে নিয়োগের নির্দেশ দেওয়া হল।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মূলত ‘চোখের আলো’ প্রকল্পের গতি আরও বৃদ্ধি করতে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং বিভিন্ন স্তরের হাসপাতাল মিলিয়ে ৫০টি শূন্য পদে এই সব মেডিকেল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি)-কে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আগস্টের ফের প্রাথমিকের নিয়োগ

এই সব স্বাস্থ্যকর্মীকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিত্রু«টমেন্ট বোর্ডের মাধ্যমে স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। প্রায় ২০ বছর পর রাজ্যে স্থায়ী পদে মেডিকেল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি)-দের নিয়োগ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মাদ্রাসায় শিক্ষক নিয়োগ: আবেদনপত্র সংশোধনের সময়সীমা বাড়ল

এই মেডিকেল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি)-দের নিয়োগ সংক্রান্ত বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন, ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন-এর রাজ্য সম্পাদক, সমিত মণ্ডল বলেন,  দীর্ঘ বছর ধরে বিভিন্ন স্থানে স্থায়ী পদে মেডিকেল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি)-রা ছিলেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে। এই মেডিকেল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি)-দের নিয়োগের ফলে সাধারণ মানুষের পাশাপাশি চোখের আলো প্রকল্পে আরও সুবিধা হবে। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।

আরও পড়ুন: একাদশ -দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে ওএমআর শিট কারচুপির রিপোর্ট চাইল হাইকোর্ট

একই সঙ্গে তিনি বলেন,  আরও কিছু মেডিকেল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি)-কে যদি নিয়োগ করা সম্ভব হয়, তা হলে আরও অনেক বেশি মানুষ আরও ভালো পরিষেবা পাবেন।



                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চোখের আলো প্রকল্পে গতি আনতে নিয়োগ ৫০ মেডিকেল টেকনোলজিস্ট

আপডেট : ২৯ মে ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘চোখের আলো’। এই প্রকল্পের সুবিধা চলতি বছরে যাতে আরও অনেক বেশি মানুষ পেতে পারেন, তার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। আর এর অঙ্গ হিসাবে রাজ্যজুড়ে ৫০ জন মেডিকেল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি)-কে নিয়োগের নির্দেশ দেওয়া হল।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মূলত ‘চোখের আলো’ প্রকল্পের গতি আরও বৃদ্ধি করতে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং বিভিন্ন স্তরের হাসপাতাল মিলিয়ে ৫০টি শূন্য পদে এই সব মেডিকেল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি)-কে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আগস্টের ফের প্রাথমিকের নিয়োগ

এই সব স্বাস্থ্যকর্মীকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিত্রু«টমেন্ট বোর্ডের মাধ্যমে স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। প্রায় ২০ বছর পর রাজ্যে স্থায়ী পদে মেডিকেল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি)-দের নিয়োগ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মাদ্রাসায় শিক্ষক নিয়োগ: আবেদনপত্র সংশোধনের সময়সীমা বাড়ল

এই মেডিকেল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি)-দের নিয়োগ সংক্রান্ত বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন, ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন-এর রাজ্য সম্পাদক, সমিত মণ্ডল বলেন,  দীর্ঘ বছর ধরে বিভিন্ন স্থানে স্থায়ী পদে মেডিকেল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি)-রা ছিলেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে। এই মেডিকেল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি)-দের নিয়োগের ফলে সাধারণ মানুষের পাশাপাশি চোখের আলো প্রকল্পে আরও সুবিধা হবে। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।

আরও পড়ুন: একাদশ -দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে ওএমআর শিট কারচুপির রিপোর্ট চাইল হাইকোর্ট

একই সঙ্গে তিনি বলেন,  আরও কিছু মেডিকেল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি)-কে যদি নিয়োগ করা সম্ভব হয়, তা হলে আরও অনেক বেশি মানুষ আরও ভালো পরিষেবা পাবেন।