২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শুরু হল প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে মহড়া

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 117

পুবের কলম প্রতিবেদক: শহরের রাজপথে শুরু হল প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে মহড়া। মঙ্গলবার সকাল থেকে কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া শুরু হল। ২৬ জানুয়ারির আগে পর্যন্ত বেশ কয়েকদিন ধরে কুচকাওয়াজ করা হবে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার সকাল থেকে রেড রোডে প্রজাতন্ত্র দিবসর মহড়া চলাকালীন ছিল কড়া পুলিশি নিরাপত্তা। নিরাপত্তার ঘেরাটোপে এদিন মহড়া দেয় সেনাবাহিনী। যান চলাচল বন্ধ রেখে মহড়া চালানোয় দুর্ভোগের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতির, উঠে এল রামমন্দির প্রসঙ্গ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসের মহড়া উপলক্ষে আগামী ১৮, ২০, ২১ ও ২৪ জানুয়ারি রেড রোড-সহ শহরের বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়ার জন্য এই কদিন কিছুক্ষণের জন্য শহরের হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, দক্ষিণ প্রান্তের রাস্তা বন্ধ রাখা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধের বর্ষপূর্তিতে ‘বড় হামলার প্রস্তুতি’ রাশিয়ার!

পাশাপাশি ক্যাসুরিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড, কিংসওয়ে ও রানি রাসমণি অ্যাভিনিউয়ের দক্ষিণ প্রান্তের রাস্তাও বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে। মহড়া চলাকালীন শহরের বেশ কয়েকটি রাস্তায় গাড়ি ঘুরিয়েও দেওয়া হবে পুলিশের তরফে।

আরও পড়ুন: হাওড়ার শিবপুর পুলিশ লাইনে পালিত প্রজাতন্ত্র দিবস

উল্লেখ্য, ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালনের জন্য ইতিমধ্যে দেশজুড়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কলকাতার মতো রাজধানী দিল্লিতেও প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে মহড়া শুরু হয়েছে। বিশেষ দিনকে মাথায় রেখে সাজিয়ে তোলা হয়েছে উত্তরপ্রদেশের আগ্রার তাজমহলও। আর কয়েক দিন পরেই ২৬ জানুয়ারি। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশজুড়ে ওইদিন সকাল থেকে সেনাবাহিনীর কুচকাওয়াজ হবে রাষ্ট্রীয় উদ্যোগে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুরু হল প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে মহড়া

আপডেট : ১৭ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: শহরের রাজপথে শুরু হল প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে মহড়া। মঙ্গলবার সকাল থেকে কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া শুরু হল। ২৬ জানুয়ারির আগে পর্যন্ত বেশ কয়েকদিন ধরে কুচকাওয়াজ করা হবে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার সকাল থেকে রেড রোডে প্রজাতন্ত্র দিবসর মহড়া চলাকালীন ছিল কড়া পুলিশি নিরাপত্তা। নিরাপত্তার ঘেরাটোপে এদিন মহড়া দেয় সেনাবাহিনী। যান চলাচল বন্ধ রেখে মহড়া চালানোয় দুর্ভোগের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতির, উঠে এল রামমন্দির প্রসঙ্গ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসের মহড়া উপলক্ষে আগামী ১৮, ২০, ২১ ও ২৪ জানুয়ারি রেড রোড-সহ শহরের বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়ার জন্য এই কদিন কিছুক্ষণের জন্য শহরের হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, দক্ষিণ প্রান্তের রাস্তা বন্ধ রাখা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধের বর্ষপূর্তিতে ‘বড় হামলার প্রস্তুতি’ রাশিয়ার!

পাশাপাশি ক্যাসুরিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড, কিংসওয়ে ও রানি রাসমণি অ্যাভিনিউয়ের দক্ষিণ প্রান্তের রাস্তাও বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে। মহড়া চলাকালীন শহরের বেশ কয়েকটি রাস্তায় গাড়ি ঘুরিয়েও দেওয়া হবে পুলিশের তরফে।

আরও পড়ুন: হাওড়ার শিবপুর পুলিশ লাইনে পালিত প্রজাতন্ত্র দিবস

উল্লেখ্য, ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালনের জন্য ইতিমধ্যে দেশজুড়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কলকাতার মতো রাজধানী দিল্লিতেও প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতিতে মহড়া শুরু হয়েছে। বিশেষ দিনকে মাথায় রেখে সাজিয়ে তোলা হয়েছে উত্তরপ্রদেশের আগ্রার তাজমহলও। আর কয়েক দিন পরেই ২৬ জানুয়ারি। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশজুড়ে ওইদিন সকাল থেকে সেনাবাহিনীর কুচকাওয়াজ হবে রাষ্ট্রীয় উদ্যোগে।