খুনিদের রক্ষা! আখলাক হত্যাকাণ্ডের অভিযুক্তদের ছাড় দিতে উদ্যোগী উত্তরপ্রদেশ সরকার
- আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, রবিবার
- / 227
পুবের কলম, ওয়েবডেস্ক: দাদরির মহম্মদ আখলাক হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে খুন ও নৃশংস হামলার অভিযোগ প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি। তিনি অভিযোগ করেছেন, “খুনিদের রক্ষা করতে ‘ডবল ইঞ্জিন’ সরকার সক্রিয় ভূমিকা নিচ্ছে।”
২০১৫ সালে গ্রেটার নয়ডার দাদরিতে গোমাংস রাখার গুজব ছড়িয়ে একদল উগ্রপন্থী ভিড় আক্রমণ চালায় আখলাকের পরিবারের ওপর। পিটিয়ে হত্যা করা হয় মহম্মদ আখলাককে। মারাত্মকভাবে আহত হন তাঁর ছেলে। দেশজুড়ে এই হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
জানা গেছে, দাদরি কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা খুন ও গুরুতর অপরাধের ধারাগুলি প্রত্যাহারের আবেদন নিয়ে নিম্ন আদালতে গিয়েছে উত্তর প্রদেশ সরকার। অভিযুক্তদের মধ্যে বিজেপি নেতা সঞ্জয় রানার ছেলের নামও রয়েছে। সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে এম.এ. বেবি বলেন,“আখলাক হত্যার প্রায় এক দশক পেরিয়ে গেলেও উত্তর প্রদেশ সরকার এখনো অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে। এটি বিদ্বেষমূলক অপরাধকে সরকারি প্রশ্রয় দেওয়ার সামিল। এভাবে অপরাধীদের আড়াল করলে খুনিরা আরও দুঃসাহসী হয়ে উঠবে।” তিনি আরও বলেন, “সরকারের উচিত এই বিপজ্জনক অপরাধীদের দমন করা, তাদের শাস্তি নিশ্চিত করা, আড়াল নয়।”



















































