০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ সাহিত্যিক হুমায়ন আহমেদের জন্মদিন, দেখে নিন তাঁর ১০ টি অসাধারণ উক্তি

মাসুদ আলি
  • আপডেট : ১৩ নভেম্বর ২০২১, শনিবার
  • / 103

পুবের কলম ওয়েবডেস্ক : আজ হুমায়ুন আহমেদের জন্মদিন।১৯৪৮ এর ১৩ নভেম্বর হুমায়ূনের জন্ম। সাহিত্য ও সৃজনশীল জগতের এক বহুমুখী প্রতিভার নাম হুমায়ুন। তিনি একাধারে ছিলেন ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে নিঃসন্দেহে হুমায়ূনের অবস্থান প্রথম সারিতে। ২০১২ এর ১৯ জুলাই বিখ্যাত এই বাংলাদেশি সাহিত্যিক না ফেরার দেশে পাড়ি দেন।

জন্মদিনে দেখে নিন প্রাণে স্পন্দন তোলা হুমায়নের বেশ কিছু উক্তি:-

আরও পড়ুন: বাংলাদেশে স্টারলিংক চালু

১। আবেগ লুকাতে হয় । অতি আবেগ মানুষকে সামনে এগুতে দেয় না ।
২। মেয়েদের চরিত্রের একটা বিশেষ দিক হল, যেই মুর্হূতে তারা অপর পক্ষের আগ্রহ টের পায়, সেই মুর্হূতে তারা দপ করে নিভে যায়।
৩। বয়সকালেই মানুষ ছোট খাট ভুল করতে থাকে। ছোটখাটো ভুল করা যখন অভ্যাস হয়ে যায় তখন করে বড় ভুল !
৪। পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে…কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে।
৫। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় ।সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় একেক জন একেক রকম করে হাসে ।
৬। আমাদের সবার ভুবনই আলাদা। এই ভুবনও একদিন ভাঙবে। আমরা অচেনা এক বৃত্তের দিকে যাত্রা শুরু করব। সেই বৃত্ত কেমন কে জানে! পৃথিবীতেই এত রহস্য। না জানি কত রহস্য অপেক্ষা করছে অদেখা ভুবনে।
৭। যে একদিন পড়িয়েছে সে শিক্ষক । সারাজীবনই শিক্ষক। আবার যে একদিন চুরি করেছে সে কিন্তু সারাজীবনই চোর না, তাহলে পৃথিবীর সব মানুষই চোর হত।
৮। বেশিরভাগ রূপবতী মেয়ে নকল হাসি হাসে। হাসার সময় ঢং করার চেষ্টা করে। তাদের হাসি হায়েনার হাসির মতো হয়ে যায়।
৯। বিরক্তিকর কোনো মানুষ ফ্রড হতে পারে না । পৃথিবী তে ফ্রড মাত্রই ইন্টারেস্টিং ক্যারেক্টার হয় ।
১০। মেয়ে জাতটা বড় অদ্ভুত। কী বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কী বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে।

আরও পড়ুন: ‘July uprising anniversary’: স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

আরও পড়ুন: বাংলাদেশে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ সাহিত্যিক হুমায়ন আহমেদের জন্মদিন, দেখে নিন তাঁর ১০ টি অসাধারণ উক্তি

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : আজ হুমায়ুন আহমেদের জন্মদিন।১৯৪৮ এর ১৩ নভেম্বর হুমায়ূনের জন্ম। সাহিত্য ও সৃজনশীল জগতের এক বহুমুখী প্রতিভার নাম হুমায়ুন। তিনি একাধারে ছিলেন ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে নিঃসন্দেহে হুমায়ূনের অবস্থান প্রথম সারিতে। ২০১২ এর ১৯ জুলাই বিখ্যাত এই বাংলাদেশি সাহিত্যিক না ফেরার দেশে পাড়ি দেন।

জন্মদিনে দেখে নিন প্রাণে স্পন্দন তোলা হুমায়নের বেশ কিছু উক্তি:-

আরও পড়ুন: বাংলাদেশে স্টারলিংক চালু

১। আবেগ লুকাতে হয় । অতি আবেগ মানুষকে সামনে এগুতে দেয় না ।
২। মেয়েদের চরিত্রের একটা বিশেষ দিক হল, যেই মুর্হূতে তারা অপর পক্ষের আগ্রহ টের পায়, সেই মুর্হূতে তারা দপ করে নিভে যায়।
৩। বয়সকালেই মানুষ ছোট খাট ভুল করতে থাকে। ছোটখাটো ভুল করা যখন অভ্যাস হয়ে যায় তখন করে বড় ভুল !
৪। পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে…কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে।
৫। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় ।সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় একেক জন একেক রকম করে হাসে ।
৬। আমাদের সবার ভুবনই আলাদা। এই ভুবনও একদিন ভাঙবে। আমরা অচেনা এক বৃত্তের দিকে যাত্রা শুরু করব। সেই বৃত্ত কেমন কে জানে! পৃথিবীতেই এত রহস্য। না জানি কত রহস্য অপেক্ষা করছে অদেখা ভুবনে।
৭। যে একদিন পড়িয়েছে সে শিক্ষক । সারাজীবনই শিক্ষক। আবার যে একদিন চুরি করেছে সে কিন্তু সারাজীবনই চোর না, তাহলে পৃথিবীর সব মানুষই চোর হত।
৮। বেশিরভাগ রূপবতী মেয়ে নকল হাসি হাসে। হাসার সময় ঢং করার চেষ্টা করে। তাদের হাসি হায়েনার হাসির মতো হয়ে যায়।
৯। বিরক্তিকর কোনো মানুষ ফ্রড হতে পারে না । পৃথিবী তে ফ্রড মাত্রই ইন্টারেস্টিং ক্যারেক্টার হয় ।
১০। মেয়ে জাতটা বড় অদ্ভুত। কী বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কী বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে।

আরও পড়ুন: ‘July uprising anniversary’: স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

আরও পড়ুন: বাংলাদেশে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি