০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ায় কোপ! এবার থেকে আর মিলবে না ছাড়, জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ মে ২০২২, শুক্রবার
  • / 109

পুবের কলম, ওয়েবডেস্ক: হু হু করে বাড়ছে রান্নার গ্যাসের দাম। পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে বিপর্যস্ত সাধারণ জন জীবন। এবার প্রবীণ নাগরিকদের ট্রেনভাড়ায় কোপ পড়ল। আগে টিকিটের জন্য সাধারণ যাত্রীদের তুলনায় প্রবীণ নাগরিকরা টিকিটের ক্ষেত্রে যে ছাড় পেতেন এবার থেকে আর তা পাওয়া যাবে না বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

আইআইটি মাদ্রাজে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, রেলকে ভর্তুকি দিয়ে কাজ চালাতে হচ্ছে। এই অবস্থায় প্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ায় ছাড় দেওয়া সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, এই পরিষেবায় রেলকে প্রতিযাত্রী পিছু ১০০ টাকা ব্যয় করতে হয়ে, সেখানে রেলের আয় একজন যাত্রী পিছু ৪৫ টাকা। আইআইটি মাদ্রাজে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, রেল পরিষেবাকে আরও বিস্তৃত করতে হলে আমাদের এই উদ্যোগ নিতে হবে। ২০১৫-২০২২ সালের মধ্যে তামিলনাড়ুতে রেলের পরিকাঠামো উন্নয়নের জন্য আড়াই হাজার কোটি বরাদ্দ করা হয়েছে। এই বছর আরও ৩৮৬১ কোটি বরাদ্দ করা হয়েছে। একাধিক নতুন লাইন নিয়েও সমীক্ষা চলছে। শীঘ্রই মাদুরাই-বোদি বিজি লাইনের উদ্বোধনের জন্য বোদি এবং ডিন্ডিগুল থেকে শবরিমালা পর্যন্ত রেললাইন প্রসারিত করা হবে।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

রেলমন্ত্রী আরও জানিয়েছেন, প্রথম পদক্ষেপে পুনঃউন্নয়নের তালিকায় রয়েছে চেন্নাই এগমোর, কাটপাটি, রামেশ্বরম, কন্যাকুমারি, মাদুরাই স্টেশনের নাম। এর জন্য বরাদ্দ হয়েছে ৭৬০ কোটি টাকা। ইতিমধ্যেই রাজ্যে ৩০ হাজার কোটি টাকার রেলপ্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, কোয়েম্বাটোর-পালক্কাদ সেকশনে হাতির মৃত্যু রোধ করতে রেলওয়ে আন্ডারপাস তৈরি করবে। ইতিমধ্যেই সেই অবস্থান চিহ্নিত করে, ট্র্যাকগুলি উঁচু করা হবে। এই বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সঙ্গে একটি মউ চুক্তি স্বাক্ষরিত হবে।

আরও পড়ুন: আহমেদাবাদ-কলকাতা এক্সপ্রেস থেকে যুবকের দেহ উদ্ধার

তামিলনাড়ুতে বুলেট ট্রেন বা উচ্চ-গতির ট্রেন সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, বুলেট ট্রেনগুলির জন্য প্রথমে বড় শহরগুলির সঙ্গে সংযোগ করার পরিকল্পনা করা হচ্ছে। দক্ষিণ রেলওয়েতে ইন্টারসিটি ট্রেন ‘বন্দে ভারত রেক’ দিয়ে প্রতিস্থাপিত হবে।

আরও পড়ুন: Train Service Disruption: পর পর দু’দিন ট্রেন অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ায় কোপ! এবার থেকে আর মিলবে না ছাড়, জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

আপডেট : ২০ মে ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: হু হু করে বাড়ছে রান্নার গ্যাসের দাম। পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে বিপর্যস্ত সাধারণ জন জীবন। এবার প্রবীণ নাগরিকদের ট্রেনভাড়ায় কোপ পড়ল। আগে টিকিটের জন্য সাধারণ যাত্রীদের তুলনায় প্রবীণ নাগরিকরা টিকিটের ক্ষেত্রে যে ছাড় পেতেন এবার থেকে আর তা পাওয়া যাবে না বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

আইআইটি মাদ্রাজে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, রেলকে ভর্তুকি দিয়ে কাজ চালাতে হচ্ছে। এই অবস্থায় প্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ায় ছাড় দেওয়া সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, এই পরিষেবায় রেলকে প্রতিযাত্রী পিছু ১০০ টাকা ব্যয় করতে হয়ে, সেখানে রেলের আয় একজন যাত্রী পিছু ৪৫ টাকা। আইআইটি মাদ্রাজে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, রেল পরিষেবাকে আরও বিস্তৃত করতে হলে আমাদের এই উদ্যোগ নিতে হবে। ২০১৫-২০২২ সালের মধ্যে তামিলনাড়ুতে রেলের পরিকাঠামো উন্নয়নের জন্য আড়াই হাজার কোটি বরাদ্দ করা হয়েছে। এই বছর আরও ৩৮৬১ কোটি বরাদ্দ করা হয়েছে। একাধিক নতুন লাইন নিয়েও সমীক্ষা চলছে। শীঘ্রই মাদুরাই-বোদি বিজি লাইনের উদ্বোধনের জন্য বোদি এবং ডিন্ডিগুল থেকে শবরিমালা পর্যন্ত রেললাইন প্রসারিত করা হবে।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

রেলমন্ত্রী আরও জানিয়েছেন, প্রথম পদক্ষেপে পুনঃউন্নয়নের তালিকায় রয়েছে চেন্নাই এগমোর, কাটপাটি, রামেশ্বরম, কন্যাকুমারি, মাদুরাই স্টেশনের নাম। এর জন্য বরাদ্দ হয়েছে ৭৬০ কোটি টাকা। ইতিমধ্যেই রাজ্যে ৩০ হাজার কোটি টাকার রেলপ্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, কোয়েম্বাটোর-পালক্কাদ সেকশনে হাতির মৃত্যু রোধ করতে রেলওয়ে আন্ডারপাস তৈরি করবে। ইতিমধ্যেই সেই অবস্থান চিহ্নিত করে, ট্র্যাকগুলি উঁচু করা হবে। এই বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সঙ্গে একটি মউ চুক্তি স্বাক্ষরিত হবে।

আরও পড়ুন: আহমেদাবাদ-কলকাতা এক্সপ্রেস থেকে যুবকের দেহ উদ্ধার

তামিলনাড়ুতে বুলেট ট্রেন বা উচ্চ-গতির ট্রেন সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, বুলেট ট্রেনগুলির জন্য প্রথমে বড় শহরগুলির সঙ্গে সংযোগ করার পরিকল্পনা করা হচ্ছে। দক্ষিণ রেলওয়েতে ইন্টারসিটি ট্রেন ‘বন্দে ভারত রেক’ দিয়ে প্রতিস্থাপিত হবে।

আরও পড়ুন: Train Service Disruption: পর পর দু’দিন ট্রেন অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখায়