০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রেণু খাতুনের হাত কাটাদের জামিন

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
  • / 12

পুবের কলম প্রতিবেদক: পূর্ব বর্ধমানের কেতুগ্রামে স্ত্রীর কবজি কাটায় অভিযুক্ত স্বামী শের মুহাম্মদ এবং ভাড়া করা ৪ দুষ্কৃতিকে জামিন দিল কাটোয়া আদালত।

গ্রেফতারির ৮৪ দিনের মধ্যে বৃহস্পতিবার তাদের জামিন হয়ে গেল আদালতে। গত ৪ জুন রাতে ২ ভাড়াটে খুনি আসরাফ আলি ও হাবিবুর রহমানকে নিয়ে স্ত্রী রেণু খাতুনের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল শের মুহাম্মদের বিরুদ্ধে।

আরও পড়ুন: নীতিশিক্ষা হারিয়ে যাওয়ার ফলেই কি এত অপরাধ এত দুর্নীতি?

ঘুমন্ত অবস্থায় চপার দিয়ে রেণুর ডান হাত কবজি থেকে কেটে নেয় তারা। অভিযোগ ওঠে, স্ত্রীর সরকারি চাকরিতে যোগদানে বাধা দিতে এই কাজ করেছে করিয়েছে তার স্বামী। এই ঘটনায় শের মুহম্মদের তুতো ভাই চাঁদ মুহাম্মদেরও যোগ পায় পুলিশ।

আরও পড়ুন: সাংবাদিক সৌম্য বিশ্বনাথনের খুনিদের জামিন

তদন্তে নেমে প্রথমে শের মুহাম্মদকে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করে মুর্শিদাবাদের ভরতপুর থেকে ২ ভাড়াটে দুষ্কৃতিকে গ্রেফতার করে তারা। সেই থেকে জেলবন্দি ছিল অভিযুক্তরা। এর মধ্যে হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন রেণু খাতুন। রাজ্য সরকারের চাকরিতে যোগদান করেন তিনি। পূর্ব বর্ধমানের কুরমুন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত রয়েছেন তিনি।

আরও পড়ুন: ১১ লক্ষ টাকা দিয়ে বান্ধবীকে গাড়ি উপহার, কনস্টেবল মনোজিতের কোটির সম্পত্তি দেখে চোখ কপালে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেণু খাতুনের হাত কাটাদের জামিন

আপডেট : ২৫ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: পূর্ব বর্ধমানের কেতুগ্রামে স্ত্রীর কবজি কাটায় অভিযুক্ত স্বামী শের মুহাম্মদ এবং ভাড়া করা ৪ দুষ্কৃতিকে জামিন দিল কাটোয়া আদালত।

গ্রেফতারির ৮৪ দিনের মধ্যে বৃহস্পতিবার তাদের জামিন হয়ে গেল আদালতে। গত ৪ জুন রাতে ২ ভাড়াটে খুনি আসরাফ আলি ও হাবিবুর রহমানকে নিয়ে স্ত্রী রেণু খাতুনের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল শের মুহাম্মদের বিরুদ্ধে।

আরও পড়ুন: নীতিশিক্ষা হারিয়ে যাওয়ার ফলেই কি এত অপরাধ এত দুর্নীতি?

ঘুমন্ত অবস্থায় চপার দিয়ে রেণুর ডান হাত কবজি থেকে কেটে নেয় তারা। অভিযোগ ওঠে, স্ত্রীর সরকারি চাকরিতে যোগদানে বাধা দিতে এই কাজ করেছে করিয়েছে তার স্বামী। এই ঘটনায় শের মুহম্মদের তুতো ভাই চাঁদ মুহাম্মদেরও যোগ পায় পুলিশ।

আরও পড়ুন: সাংবাদিক সৌম্য বিশ্বনাথনের খুনিদের জামিন

তদন্তে নেমে প্রথমে শের মুহাম্মদকে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করে মুর্শিদাবাদের ভরতপুর থেকে ২ ভাড়াটে দুষ্কৃতিকে গ্রেফতার করে তারা। সেই থেকে জেলবন্দি ছিল অভিযুক্তরা। এর মধ্যে হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন রেণু খাতুন। রাজ্য সরকারের চাকরিতে যোগদান করেন তিনি। পূর্ব বর্ধমানের কুরমুন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত রয়েছেন তিনি।

আরও পড়ুন: ১১ লক্ষ টাকা দিয়ে বান্ধবীকে গাড়ি উপহার, কনস্টেবল মনোজিতের কোটির সম্পত্তি দেখে চোখ কপালে