০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রিক্সচালককে মার, জাত তুলে হেনস্থা, থুতু চাটানো—বিহারে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

চামেলি দাস
  • আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার
  • / 26

পুবের কলম ওয়েবডেস্ক:  বিহারে পুলিশি হেনস্থার শিকার এক রিক্সচালক। বিহারের নওয়াদা জেলার মেহুস থানার ঘটনা। ওসি পবীন চন্দ্র দিওয়ারকারের বিরুদ্ধে এক রিক্সা চালককে নির্মমভাবে হেনস্থা করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশ আধিকারিককে  সাসপেন্ড করা হয়েছে এবং শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।

প্রদ্যুম্ন কুমার নামে এক রিক্সচালক যাত্রী নিয়ে যাওয়ার সময় পথ আটকানোর অভিযোগ ওসি পবীন চন্দ্রের বিরুদ্ধে। পুলিশের পোশাকে না থাকায় রিক্সচালক তাঁকে চিনতে পারেননি।  চিনতে না পারায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরেই পুলিশ আধিকারিক রিক্সচালককে লাঠি দিয়ে মারধর করেন এবং থানায় নিয়ে যান।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে শোভাযাত্রা করে পুলিশ অফিসারকে বিদায় সংবর্ধনা

রিক্সচালকের অভিযোগ, থানায় নিয়ে গেলে তাঁর জাত সম্পর্কে জানতে চাওয়া হয়। তা জানানোর পরই অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। তাঁকে দিয়ে নিজের গায়ে থুতু ফেলে তা চাটতে বাধ্য করা হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। রিক্সচালকের অভিযোগের ভিত্তিতে ওসি পবীন চন্দ্রকে সাসপেন্ড করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে একাধিক থানায় অফিসার রদবদল

তবে অভিযুক্ত পুলিশ আধিকারিকের দাবি, “রিক্সচালক রাস্তায় মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করছিলেন, তাই আমি হস্তক্ষেপ করি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

আরও পড়ুন: ইসলাম কবুল করলেন ব্রিটিশ পুলিশ অফিসার  

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোশাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন। স্থানীয় প্রশাসনের তরফে বলা হয়েছে, তদন্তের ভিত্তিতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রিক্সচালককে মার, জাত তুলে হেনস্থা, থুতু চাটানো—বিহারে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক:  বিহারে পুলিশি হেনস্থার শিকার এক রিক্সচালক। বিহারের নওয়াদা জেলার মেহুস থানার ঘটনা। ওসি পবীন চন্দ্র দিওয়ারকারের বিরুদ্ধে এক রিক্সা চালককে নির্মমভাবে হেনস্থা করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশ আধিকারিককে  সাসপেন্ড করা হয়েছে এবং শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।

প্রদ্যুম্ন কুমার নামে এক রিক্সচালক যাত্রী নিয়ে যাওয়ার সময় পথ আটকানোর অভিযোগ ওসি পবীন চন্দ্রের বিরুদ্ধে। পুলিশের পোশাকে না থাকায় রিক্সচালক তাঁকে চিনতে পারেননি।  চিনতে না পারায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরেই পুলিশ আধিকারিক রিক্সচালককে লাঠি দিয়ে মারধর করেন এবং থানায় নিয়ে যান।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে শোভাযাত্রা করে পুলিশ অফিসারকে বিদায় সংবর্ধনা

রিক্সচালকের অভিযোগ, থানায় নিয়ে গেলে তাঁর জাত সম্পর্কে জানতে চাওয়া হয়। তা জানানোর পরই অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। তাঁকে দিয়ে নিজের গায়ে থুতু ফেলে তা চাটতে বাধ্য করা হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। রিক্সচালকের অভিযোগের ভিত্তিতে ওসি পবীন চন্দ্রকে সাসপেন্ড করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে একাধিক থানায় অফিসার রদবদল

তবে অভিযুক্ত পুলিশ আধিকারিকের দাবি, “রিক্সচালক রাস্তায় মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করছিলেন, তাই আমি হস্তক্ষেপ করি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

আরও পড়ুন: ইসলাম কবুল করলেন ব্রিটিশ পুলিশ অফিসার  

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোশাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন। স্থানীয় প্রশাসনের তরফে বলা হয়েছে, তদন্তের ভিত্তিতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।