৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে ঊর্ধ্বমুখী কোভিড, উদ্বেগ বাড়াচ্ছে কেরল এবং গুজরাত

চামেলি দাস
  • আপডেট : ১০ জুন ২০২৫, মঙ্গলবার
  • / 312

 পুবের কলম ওয়েবডেস্ক: দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতে করোনা রোগীর সংখ্যা প্রায় ৬ হাজার ৪৯১। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫৮ জন আক্রান্ত হয়েছে বলে খবর। কেরল ও গুজরাতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। তবে গত ২৪ ঘণ্টায় কোভিডে কোনও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, কেরলে করোনা সংক্রমণের সংখ্যা বেশি।  সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১,৯৫৭। যা দেশের প্রায় এক-তৃতীয়াংশ। অন্যদিকে, গুজরাতে ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৮ জন কোভিড আক্রান্ত হয়েছেন। যা দেশের বাকি রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে। এই দুই রাজ্যের করোনা পরিস্থিতি  উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের। তবে কেন্দ্রের তরফে পরিস্থিতি খতিয়ে দেখে নানা রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত: মৃত্যু ১৮, তৎপর রাজ্য প্রশাসন

মহারাষ্ট্রে ৬০৭, দিল্লিতে ৭২৮, কর্নাটকে ৪২৩ এবং বাংলায় ৭৪৭ জন সক্রিয় কোভিড রোগী রয়েছেন। এই রাজ্যগুলোতেও স্বাস্থ্য মন্ত্রকের তরফে সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: আমদাবাদ বিমান দুর্ঘটনার জের, ড্রিমলাইনারের সমস্ত পরিষেবা বন্ধ রাখার চিন্তা কেন্দ্রের

স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, এক্সএফজি ভ্যারিয়েন্ট-সহ বেশ কিছু নতুন ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যেই মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল এবং গুজরাতে একএফজি ভ্যারিয়েন্টের আক্রান্ত ১৬৩টি কেস ধরা পড়েছে।

আরও পড়ুন: ভেঙে পড়া বিমানে মৃত্যু গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

দেশের কোভিড পরিস্থিতির উপর কড়া নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রক। প্রয়োজনীয় সতর্কতা ও প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে মাস্ক পরা এবং ভিড় এড়িয়ে চলার মতো প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি মেনে চলা জরুরি বলে জানানো হয়েছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতে ঊর্ধ্বমুখী কোভিড, উদ্বেগ বাড়াচ্ছে কেরল এবং গুজরাত

আপডেট : ১০ জুন ২০২৫, মঙ্গলবার

 পুবের কলম ওয়েবডেস্ক: দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতে করোনা রোগীর সংখ্যা প্রায় ৬ হাজার ৪৯১। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫৮ জন আক্রান্ত হয়েছে বলে খবর। কেরল ও গুজরাতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। তবে গত ২৪ ঘণ্টায় কোভিডে কোনও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, কেরলে করোনা সংক্রমণের সংখ্যা বেশি।  সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১,৯৫৭। যা দেশের প্রায় এক-তৃতীয়াংশ। অন্যদিকে, গুজরাতে ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৮ জন কোভিড আক্রান্ত হয়েছেন। যা দেশের বাকি রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে। এই দুই রাজ্যের করোনা পরিস্থিতি  উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের। তবে কেন্দ্রের তরফে পরিস্থিতি খতিয়ে দেখে নানা রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত: মৃত্যু ১৮, তৎপর রাজ্য প্রশাসন

মহারাষ্ট্রে ৬০৭, দিল্লিতে ৭২৮, কর্নাটকে ৪২৩ এবং বাংলায় ৭৪৭ জন সক্রিয় কোভিড রোগী রয়েছেন। এই রাজ্যগুলোতেও স্বাস্থ্য মন্ত্রকের তরফে সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: আমদাবাদ বিমান দুর্ঘটনার জের, ড্রিমলাইনারের সমস্ত পরিষেবা বন্ধ রাখার চিন্তা কেন্দ্রের

স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, এক্সএফজি ভ্যারিয়েন্ট-সহ বেশ কিছু নতুন ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যেই মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল এবং গুজরাতে একএফজি ভ্যারিয়েন্টের আক্রান্ত ১৬৩টি কেস ধরা পড়েছে।

আরও পড়ুন: ভেঙে পড়া বিমানে মৃত্যু গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

দেশের কোভিড পরিস্থিতির উপর কড়া নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রক। প্রয়োজনীয় সতর্কতা ও প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে মাস্ক পরা এবং ভিড় এড়িয়ে চলার মতো প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি মেনে চলা জরুরি বলে জানানো হয়েছে।