০৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আশঙ্কা কাটিয়ে সেমিতে খেলবেন রিজওয়ান-শোয়েব

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 15

পুবের কলম, ওয়েবডেস্কঃ আর কিছুক্ষণের মধ্যে দুবাইয়ে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগে মুহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিককে দলে পাওয়া নিয়ে আশঙ্কায় ছিল পাকিস্তান। কারণ, এই দুই ক্রিকেটার জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তবে আশার খবর হলো, তাঁদের নিয়ে আশঙ্কা কেটে গিয়েছে।

অজিদের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে থাকছেন পাক দলের এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আজ রিজওয়ান ও শোয়েবের মেডিকেল রিপোর্ট পেয়েছে পিসিবি। সেখানে এই দুজনকেই আজকের ম্যাচের জন্য ফিট ঘোষণা করা হয়। ঠান্ডা লেগে জ্বর হওয়ায় বুধবার ম্যাচের আগের দিন পাকিস্তানের অনুশীলনে ছিলেন না শোয়েব ও রিজওয়ান। তখনই তাদের নিয়ে গুঞ্জন শুরু হয়। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে শোনা যায়, রিজওয়ান ও শোয়েবকে পাওয়া যাবে না সেমির লড়াইয়ে। কারণ তারা জ্বরে আক্রান্ত হয়েছিলেন। প্রথমে জ্বর নিয়ে চিন্তা বাড়লেও পরে কোভিড টেস্টের ফল নেগেটিভ আসে। এবার ম্যাচ খেলারও অনুমতি পেয়ে গেলেন দুজন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আশঙ্কা কাটিয়ে সেমিতে খেলবেন রিজওয়ান-শোয়েব

আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আর কিছুক্ষণের মধ্যে দুবাইয়ে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগে মুহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিককে দলে পাওয়া নিয়ে আশঙ্কায় ছিল পাকিস্তান। কারণ, এই দুই ক্রিকেটার জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তবে আশার খবর হলো, তাঁদের নিয়ে আশঙ্কা কেটে গিয়েছে।

অজিদের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে থাকছেন পাক দলের এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আজ রিজওয়ান ও শোয়েবের মেডিকেল রিপোর্ট পেয়েছে পিসিবি। সেখানে এই দুজনকেই আজকের ম্যাচের জন্য ফিট ঘোষণা করা হয়। ঠান্ডা লেগে জ্বর হওয়ায় বুধবার ম্যাচের আগের দিন পাকিস্তানের অনুশীলনে ছিলেন না শোয়েব ও রিজওয়ান। তখনই তাদের নিয়ে গুঞ্জন শুরু হয়। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে শোনা যায়, রিজওয়ান ও শোয়েবকে পাওয়া যাবে না সেমির লড়াইয়ে। কারণ তারা জ্বরে আক্রান্ত হয়েছিলেন। প্রথমে জ্বর নিয়ে চিন্তা বাড়লেও পরে কোভিড টেস্টের ফল নেগেটিভ আসে। এবার ম্যাচ খেলারও অনুমতি পেয়ে গেলেন দুজন।