২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টোটো বন্ধের দাবিতে অটোচালকদের রাস্তা অবরোধ, পাল্টা অবরোধ টোটো চালকদের

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 145

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: বসিরহাটের বাদুড়িয়া থানার কাটিয়াহাট কাটাখাল রুটের ৩৩ টি অটো ও টোটো চালকরা কাটিয়াহাট পু্ড়ো রোডে রাস্তায় অটো দাঁড় করিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল মঙ্গলবার। পাল্টা পুড়ো বাজারে টোটো চালকরা অবরোধ করেছেন। তাদের দাবি বৈধ কাগজপত্র নিয়ে আমরা এই রাস্তায় টোটো চালিয়ে যাচ্ছি। তার মধ্যে আমাদের জীবন জীবিকা রয়েছে সেই রুট বন্ধ করার জন্য পরিকল্পিতভাবে অটোচালকরা এই ঘটনা ঘটাচ্ছে।

টোটো বন্ধের দাবিতে অটোচালকদের রাস্তা অবরোধ, পাল্টা অবরোধ টোটো চালকদের
টো টো চালকরা

যেমন তারা অটো বন্ধ করে সাধারণ নিত্যযাত্রী বিপদে ফেলছে বাধ্য আমরা টোটো চালানো বন্ধ করেছি। পাল্টা অটোচালকদের দাবি তাদের দাবি, এই ছ’ কিলোমিটার রোডে আমরা দীর্ঘদিন ধরে মানুষের পরিষেবা দিয়ে আসছি, ঝড় জল, বৃষ্টি মাথায় আমরা কখনো অটো বন্ধ রাখিনি। মানুষের পাশে সব সময় আমরা আছি ছিলাম। কিন্তু কিছু অসাধু প্রভাবশালী নেতারা এই রুটে তার ক্ষমতা দেখিয়ে টোটো চালানোর ব্যবস্থা করেছে। এই রোডে যদি টোটো চালানোর হয় তাহলে আমাদের রুটি রুজিতে টান পড়বে। একদিকে আমাদের সংসার অন্যদিকে গাড়ির কিস্তি এবং গাড়ির মেন্টেনেন্স খরচ আমরা চালাতে পারব না।তাই অবিলম্বে এই রুটে টোটো চালানো বন্ধ করা হোক তা নাহলে আগামী দিনে বৃহত্তম আন্দোলনের পথে নামতে বাধ্য হব।

আরও পড়ুন: টোটো চালকদের পেশাগত স্বীকৃতি দিতে এবার ড্রাইভিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত রাজ্যের

টোটোচালক  আখতারুল মন্ডল  বলেন, লকডাউনে কাজ হারিয়ে জমি, গহনা বন্ধক দিয়ে ঋণ নিয়ে টোটো কিনে রাস্তায় চালিয়ে  উপার্জনের পথে  অটো চালকরা বাধা দিচ্ছে। কখনো বা গাড়ির কাঁচ ভেঙে দিয়ে মারধর করে আমাদের টোটো রুট বন্ধ  করে দিচ্ছে ।  অটো চালক তাপস মিত্র বলেন, শাসকদলের এক বিরোধী প্রভাবশালী নেতা পয়সার বিনিময়ে এই রুটের টোটো গাড়ি চালানোর পারমিশন দিয়েছেন। ।আমাদের টোটো বন্ধ রাখার নির্দেশ জানিয়েছেন আমরা যদি অটো চালাতে না পারি আমরা প্রাণে মারা পড়বো। প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন একবার মধ্যস্থতা করে দিয়েছে তার পরেও সেই নেতা কোনরকম ভাবে মেনে নিতে চাইছে না। পুনরায় আমাদের গাড়ি বন্ধ রেখে টোটো চালানোর ব্যবস্থা করেছে। প্রশাসন এখন বলছে আমাদের কিছু করার নেই। লোকাল নেতাদের সঙ্গে বসে আলোচনা করে মিটিয়ে নেওয়ার কথা।

আরও পড়ুন: মুর্শিদাবাদ হিংসা: নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি মানবাধিকার সংগঠনের

আরও পড়ুন: টোটো চালকদের দৌরাত্মে বিরক্ত বাসিন্দারা, মাত্রারিক্ত ভাড়ায় নাভিশ্বাস

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টোটো বন্ধের দাবিতে অটোচালকদের রাস্তা অবরোধ, পাল্টা অবরোধ টোটো চালকদের

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: বসিরহাটের বাদুড়িয়া থানার কাটিয়াহাট কাটাখাল রুটের ৩৩ টি অটো ও টোটো চালকরা কাটিয়াহাট পু্ড়ো রোডে রাস্তায় অটো দাঁড় করিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল মঙ্গলবার। পাল্টা পুড়ো বাজারে টোটো চালকরা অবরোধ করেছেন। তাদের দাবি বৈধ কাগজপত্র নিয়ে আমরা এই রাস্তায় টোটো চালিয়ে যাচ্ছি। তার মধ্যে আমাদের জীবন জীবিকা রয়েছে সেই রুট বন্ধ করার জন্য পরিকল্পিতভাবে অটোচালকরা এই ঘটনা ঘটাচ্ছে।

টোটো বন্ধের দাবিতে অটোচালকদের রাস্তা অবরোধ, পাল্টা অবরোধ টোটো চালকদের
টো টো চালকরা

যেমন তারা অটো বন্ধ করে সাধারণ নিত্যযাত্রী বিপদে ফেলছে বাধ্য আমরা টোটো চালানো বন্ধ করেছি। পাল্টা অটোচালকদের দাবি তাদের দাবি, এই ছ’ কিলোমিটার রোডে আমরা দীর্ঘদিন ধরে মানুষের পরিষেবা দিয়ে আসছি, ঝড় জল, বৃষ্টি মাথায় আমরা কখনো অটো বন্ধ রাখিনি। মানুষের পাশে সব সময় আমরা আছি ছিলাম। কিন্তু কিছু অসাধু প্রভাবশালী নেতারা এই রুটে তার ক্ষমতা দেখিয়ে টোটো চালানোর ব্যবস্থা করেছে। এই রোডে যদি টোটো চালানোর হয় তাহলে আমাদের রুটি রুজিতে টান পড়বে। একদিকে আমাদের সংসার অন্যদিকে গাড়ির কিস্তি এবং গাড়ির মেন্টেনেন্স খরচ আমরা চালাতে পারব না।তাই অবিলম্বে এই রুটে টোটো চালানো বন্ধ করা হোক তা নাহলে আগামী দিনে বৃহত্তম আন্দোলনের পথে নামতে বাধ্য হব।

আরও পড়ুন: টোটো চালকদের পেশাগত স্বীকৃতি দিতে এবার ড্রাইভিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত রাজ্যের

টোটোচালক  আখতারুল মন্ডল  বলেন, লকডাউনে কাজ হারিয়ে জমি, গহনা বন্ধক দিয়ে ঋণ নিয়ে টোটো কিনে রাস্তায় চালিয়ে  উপার্জনের পথে  অটো চালকরা বাধা দিচ্ছে। কখনো বা গাড়ির কাঁচ ভেঙে দিয়ে মারধর করে আমাদের টোটো রুট বন্ধ  করে দিচ্ছে ।  অটো চালক তাপস মিত্র বলেন, শাসকদলের এক বিরোধী প্রভাবশালী নেতা পয়সার বিনিময়ে এই রুটের টোটো গাড়ি চালানোর পারমিশন দিয়েছেন। ।আমাদের টোটো বন্ধ রাখার নির্দেশ জানিয়েছেন আমরা যদি অটো চালাতে না পারি আমরা প্রাণে মারা পড়বো। প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন একবার মধ্যস্থতা করে দিয়েছে তার পরেও সেই নেতা কোনরকম ভাবে মেনে নিতে চাইছে না। পুনরায় আমাদের গাড়ি বন্ধ রেখে টোটো চালানোর ব্যবস্থা করেছে। প্রশাসন এখন বলছে আমাদের কিছু করার নেই। লোকাল নেতাদের সঙ্গে বসে আলোচনা করে মিটিয়ে নেওয়ার কথা।

আরও পড়ুন: মুর্শিদাবাদ হিংসা: নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি মানবাধিকার সংগঠনের

আরও পড়ুন: টোটো চালকদের দৌরাত্মে বিরক্ত বাসিন্দারা, মাত্রারিক্ত ভাড়ায় নাভিশ্বাস