০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক শিরিনের নামে রাস্তা

ইমামা খাতুন
  • আপডেট : ১১ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
  • / 47

 পুবের কলম ওয়েবডেস্কঃ অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার একটি রাস্তার নাম পরিবর্তন করে আল-জাজিরার নিহত সাংবাদিক শিরিন আবু আকলেহের নামে নামকরণ করা হয়েছে।শিরিন হত্যাকাণ্ডের ৩ মাস পূর্তি উপলক্ষে বুধবার আনুষ্ঠানিকভাবে রাস্তাটির নামকরণ করা হয়।

 

আরও পড়ুন: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলেন স্বেচ্ছাসেবী সংগঠন

গত ১১ মে পশ্চিম তীরের উত্তরে জেনিন শহরে সংবাদ সংগ্রহ করার সময় শিরিন আবু আকলেহ ইসরাইলি সেনার গুলিতে নিহত হন। রামাল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত আল-মানারা স্কোয়ার থেকে সামান্য দূরত্বের ওই রাস্তাটি আগে সানা স্ট্রিট নামে পরিচিত ছিল।

আরও পড়ুন: বেহাল রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের

 

আরও পড়ুন: বাড়িতে শূকরের মাংস পাঠানোর হুমকি সাংবাদিক জুবায়েরকে

এখন থেকে এটি ‘শিরিন আবু আকলেহ স্ট্রিট’ হিসেবে পরিচিত হবে। রামাল্লার মেয়র এ উপলক্ষে শিরিনের ছবি এবং তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বর্ণনা সংবলিত একটি পাথরের স্মারক উন্মোচন করেন। এ সময় আবু আকলেহের পরিবার এবং আল জাজিরার সহকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে শিরিনের ভাই আন্তন আবু আকলেহ বলেন, ইসরাইলকে বিচারের আওতায় আনার চেষ্টা চলবে। রামাল্লা মিউনিসিপ্যালিটির ডিরেক্টর আহমেদ আবু লাবান বলেন, ‘স্কোয়ারটি ঐতিহাসিক ফিলিস্তিনি ঘটনার সাক্ষী ছিল এবং শিরিন তার কর্মজীবনের অনেকাংশজুড়ে এই রাস্তায় চলেছেন।’ শিরিন আবু আকলেহের সহকর্মীরা বলেন, লাইভ টেলিভিশন সম্প্রচার করার ক্ষেত্রে রাস্তাটি শিরিনের পছন্দের একটি জায়গা ছিল। ২৫ বছরেরও বেশি সময় ধরে শিরিন ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর প্রতিবেদন তৈরি করেছেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাংবাদিক শিরিনের নামে রাস্তা

আপডেট : ১১ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

 পুবের কলম ওয়েবডেস্কঃ অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার একটি রাস্তার নাম পরিবর্তন করে আল-জাজিরার নিহত সাংবাদিক শিরিন আবু আকলেহের নামে নামকরণ করা হয়েছে।শিরিন হত্যাকাণ্ডের ৩ মাস পূর্তি উপলক্ষে বুধবার আনুষ্ঠানিকভাবে রাস্তাটির নামকরণ করা হয়।

 

আরও পড়ুন: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলেন স্বেচ্ছাসেবী সংগঠন

গত ১১ মে পশ্চিম তীরের উত্তরে জেনিন শহরে সংবাদ সংগ্রহ করার সময় শিরিন আবু আকলেহ ইসরাইলি সেনার গুলিতে নিহত হন। রামাল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত আল-মানারা স্কোয়ার থেকে সামান্য দূরত্বের ওই রাস্তাটি আগে সানা স্ট্রিট নামে পরিচিত ছিল।

আরও পড়ুন: বেহাল রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের

 

আরও পড়ুন: বাড়িতে শূকরের মাংস পাঠানোর হুমকি সাংবাদিক জুবায়েরকে

এখন থেকে এটি ‘শিরিন আবু আকলেহ স্ট্রিট’ হিসেবে পরিচিত হবে। রামাল্লার মেয়র এ উপলক্ষে শিরিনের ছবি এবং তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বর্ণনা সংবলিত একটি পাথরের স্মারক উন্মোচন করেন। এ সময় আবু আকলেহের পরিবার এবং আল জাজিরার সহকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে শিরিনের ভাই আন্তন আবু আকলেহ বলেন, ইসরাইলকে বিচারের আওতায় আনার চেষ্টা চলবে। রামাল্লা মিউনিসিপ্যালিটির ডিরেক্টর আহমেদ আবু লাবান বলেন, ‘স্কোয়ারটি ঐতিহাসিক ফিলিস্তিনি ঘটনার সাক্ষী ছিল এবং শিরিন তার কর্মজীবনের অনেকাংশজুড়ে এই রাস্তায় চলেছেন।’ শিরিন আবু আকলেহের সহকর্মীরা বলেন, লাইভ টেলিভিশন সম্প্রচার করার ক্ষেত্রে রাস্তাটি শিরিনের পছন্দের একটি জায়গা ছিল। ২৫ বছরেরও বেশি সময় ধরে শিরিন ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর প্রতিবেদন তৈরি করেছেন।