০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হাইকোর্টের দ্বারস্থ রোদ্দুর রায়, এফআইআরগুলি খারিজের আবেদন আদালতের কাছে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার
  • / 192

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্য-রাজনীতিতে অন্যতম চর্চিত নাম ইউটিউবার রোদ্দুর রায় ওরফে অনির্বাণ রায়। মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করার জন্য কলকাতার বহু থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। গ্রেফতারও হতে হয়েছে তাকে। পুলিশ হেফাজতে থাকতে হয় বেশ কিছুদিন।

গত ২৭ জুন শর্তসাপেক্ষ অন্তর্বর্তীকালীন জামিন পান রোদ্দুর। জামিন পাওয়ার পরেই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন রোদ্দুর। একই সঙ্গে তিনি নিম্ন আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকেও মামলার পক্ষ হিসেবে চিহ্নিত করেছেন। ৫০০০ টাকা ব্যক্তিগত জরিমানার পরিবর্তে রোদ্দুর রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া সবকটি মামলায় জামিন দেওয়া হয়েছে ব্যাঙ্কশাল কোর্ট থেকে।

আরও পড়ুন: হাইকোর্ট – সুপ্রিম কোর্ট একযোগে এসএসসি পরীক্ষায় দাগিদের আবেদন খারিজ করলো

সম্প্রতি রাজ্যে বিখ্যাত বলিউড সিঙ্গার কেকে’র মৃত্যু নিয়ে বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। প্রথমত তাঁর মৃত্যুর জন্যে রাজ্য সরকারের চরম উদাসীনতাকে তিনি দায়ী করেন আর এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজ ভঙ্গিতে কটূক্তি করতে শোনা যায় তাকে। বাংলা সাহিত্য চর্চায় নিরলস সাধনার জন্য মুখ্যমন্ত্রীকে দেওয়া বাংলা অ্যাকাডেমি পুরস্কার ব্যঙ্গ বিদ্রুপ করেন রোদ্দুর। সাংসদ শান্তনু সেন অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে জানা যায় তাঁর বিরুদ্ধে এই একই অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানা, লেক থানা, পাটুলি থানা এবং বটতলা থানাতেও একাধিক এফআইআর করা হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তাকে গোয়া থেকে গ্রেফতার করে পুলিশ। আর কলকাতায় তাকে নিয়ে আসার পর পুলিশি হেফাজতেই রাখা হয়েছিল।

আরও পড়ুন: ICDS সুপারভাইজার নিয়োগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

তবে এক এক করে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা থেকেই জামিন পেয়েছেন তিনি। এবার এফআইআর গুলি খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে গেলেন রোদ্দুর।

আরও পড়ুন: দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় উমর খালিদ, শার্জিল ইমাম, খালিদ সৈফিদের জামিন খারিজ হাইকোর্টে

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাইকোর্টের দ্বারস্থ রোদ্দুর রায়, এফআইআরগুলি খারিজের আবেদন আদালতের কাছে

আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্য-রাজনীতিতে অন্যতম চর্চিত নাম ইউটিউবার রোদ্দুর রায় ওরফে অনির্বাণ রায়। মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করার জন্য কলকাতার বহু থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। গ্রেফতারও হতে হয়েছে তাকে। পুলিশ হেফাজতে থাকতে হয় বেশ কিছুদিন।

গত ২৭ জুন শর্তসাপেক্ষ অন্তর্বর্তীকালীন জামিন পান রোদ্দুর। জামিন পাওয়ার পরেই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন রোদ্দুর। একই সঙ্গে তিনি নিম্ন আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকেও মামলার পক্ষ হিসেবে চিহ্নিত করেছেন। ৫০০০ টাকা ব্যক্তিগত জরিমানার পরিবর্তে রোদ্দুর রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া সবকটি মামলায় জামিন দেওয়া হয়েছে ব্যাঙ্কশাল কোর্ট থেকে।

আরও পড়ুন: হাইকোর্ট – সুপ্রিম কোর্ট একযোগে এসএসসি পরীক্ষায় দাগিদের আবেদন খারিজ করলো

সম্প্রতি রাজ্যে বিখ্যাত বলিউড সিঙ্গার কেকে’র মৃত্যু নিয়ে বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। প্রথমত তাঁর মৃত্যুর জন্যে রাজ্য সরকারের চরম উদাসীনতাকে তিনি দায়ী করেন আর এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজ ভঙ্গিতে কটূক্তি করতে শোনা যায় তাকে। বাংলা সাহিত্য চর্চায় নিরলস সাধনার জন্য মুখ্যমন্ত্রীকে দেওয়া বাংলা অ্যাকাডেমি পুরস্কার ব্যঙ্গ বিদ্রুপ করেন রোদ্দুর। সাংসদ শান্তনু সেন অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে জানা যায় তাঁর বিরুদ্ধে এই একই অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানা, লেক থানা, পাটুলি থানা এবং বটতলা থানাতেও একাধিক এফআইআর করা হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তাকে গোয়া থেকে গ্রেফতার করে পুলিশ। আর কলকাতায় তাকে নিয়ে আসার পর পুলিশি হেফাজতেই রাখা হয়েছিল।

আরও পড়ুন: ICDS সুপারভাইজার নিয়োগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

তবে এক এক করে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা থেকেই জামিন পেয়েছেন তিনি। এবার এফআইআর গুলি খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে গেলেন রোদ্দুর।

আরও পড়ুন: দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় উমর খালিদ, শার্জিল ইমাম, খালিদ সৈফিদের জামিন খারিজ হাইকোর্টে