২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রুট ব্যর্থ হলেন মুহাম্মদ ইউসুফের রেকর্ড ভাঙতে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 13

পুবের কলম ওয়েবডেস্কঃ পাকিস্তানের কিংবদন্তি টেস্ট ব্যাটার মুহাম্মদ ইউসুফের রেকর্ড ভেঙে যাওয়ার মুখে ছিল। এক পঞ্জিকাবর্ষে টেস্টে ১৭৮৮ রান করেছিলেন পাকিস্তানের এই ব্যাটার। এবার সেটাকে ভেঙ্গে দেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। চলতি অ্যাশেজের প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে নিজের নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি রুট। যার ফলে মুহাম্মদ ইউসুফের রেকর্ডটি আর ভাঙা হল না তার। এমনকি পিছনে ফেলতে পারলেন না কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসকেও।

২০২১ মরশুম ইংল্যান্ড অধিনায়ক জো রুট শেষ করেছেন ১৭০৮ রান নিয়ে। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের দ্বিতীয় স্থানে থাকা ভিভ রিচার্ডসের চেয়ে ২ রান কম করলেন রুট। ১৯৭৬ সালে ভিভ রিচার্ডস ১১ টেস্টে ১৯ ইনিংস খেলে ৯০.০০ গড়ে করেছিলেন ১৭১০ রান। ২০০৬ সালে পাকিস্তানের মুহাম্মদ ইউসুফ ভেঙে দেন ভিভ রিচার্ডসের রেকর্ড। তিনিও ১১ টেস্টে ১৯ ইনিংস খেলেন। রান করেছেন ১৭৮৮। সেঞ্চুরি করেন ৯টি এবং ৩টি করেন হাফ সেঞ্চুরি। সে বছর ইউসুফের গড় ছিল ৯৯.৩৩।

আরও পড়ুন: মুষলধারে বৃষ্টিতে সবজি ফসলের গোড়ায় এক হাঁটু জল, সূর্যের আলোতে পচনের আশঙ্কা

২০২১ সালে জো রুট খেললেন ১৫ টেস্ট। ৬১.০০ গড়ে তিনি রান করলেন ১৭০৮। সেঞ্চুরি করেছেন ৬টি এবং হাফ সেঞ্চুরি করেছেন ৪টি। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ করেছিলেন ১৬৫৬ রান। মেলবোর্ন টেস্টে দ্বিতীয় ইনিংসে জো রুট আউট হন ২৮ রানে। প্রথম ইনিংসে করেছিলেন ৫০ রান। দ্বিতীয় ইনিংসে স্কোর বড় করতে না পারার কারণেই পাক তারকা মুহাম্মদ ইউসুফের চেয়ে ৮০ রান কম হল জো রুটের।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রুট ব্যর্থ হলেন মুহাম্মদ ইউসুফের রেকর্ড ভাঙতে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ পাকিস্তানের কিংবদন্তি টেস্ট ব্যাটার মুহাম্মদ ইউসুফের রেকর্ড ভেঙে যাওয়ার মুখে ছিল। এক পঞ্জিকাবর্ষে টেস্টে ১৭৮৮ রান করেছিলেন পাকিস্তানের এই ব্যাটার। এবার সেটাকে ভেঙ্গে দেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। চলতি অ্যাশেজের প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে নিজের নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি রুট। যার ফলে মুহাম্মদ ইউসুফের রেকর্ডটি আর ভাঙা হল না তার। এমনকি পিছনে ফেলতে পারলেন না কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসকেও।

২০২১ মরশুম ইংল্যান্ড অধিনায়ক জো রুট শেষ করেছেন ১৭০৮ রান নিয়ে। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের দ্বিতীয় স্থানে থাকা ভিভ রিচার্ডসের চেয়ে ২ রান কম করলেন রুট। ১৯৭৬ সালে ভিভ রিচার্ডস ১১ টেস্টে ১৯ ইনিংস খেলে ৯০.০০ গড়ে করেছিলেন ১৭১০ রান। ২০০৬ সালে পাকিস্তানের মুহাম্মদ ইউসুফ ভেঙে দেন ভিভ রিচার্ডসের রেকর্ড। তিনিও ১১ টেস্টে ১৯ ইনিংস খেলেন। রান করেছেন ১৭৮৮। সেঞ্চুরি করেন ৯টি এবং ৩টি করেন হাফ সেঞ্চুরি। সে বছর ইউসুফের গড় ছিল ৯৯.৩৩।

আরও পড়ুন: মুষলধারে বৃষ্টিতে সবজি ফসলের গোড়ায় এক হাঁটু জল, সূর্যের আলোতে পচনের আশঙ্কা

২০২১ সালে জো রুট খেললেন ১৫ টেস্ট। ৬১.০০ গড়ে তিনি রান করলেন ১৭০৮। সেঞ্চুরি করেছেন ৬টি এবং হাফ সেঞ্চুরি করেছেন ৪টি। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ করেছিলেন ১৬৫৬ রান। মেলবোর্ন টেস্টে দ্বিতীয় ইনিংসে জো রুট আউট হন ২৮ রানে। প্রথম ইনিংসে করেছিলেন ৫০ রান। দ্বিতীয় ইনিংসে স্কোর বড় করতে না পারার কারণেই পাক তারকা মুহাম্মদ ইউসুফের চেয়ে ৮০ রান কম হল জো রুটের।