দুপুর ২টো পর্যন্ত মুলতুবি অধিবেশন
বাদল অধিবেশন: সংসদে বিক্ষোভ বিরোধীদের

- আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার
- / 51
পুবের কলম, ওয়েব ডেস্ক: বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই উত্তাল সংসদ ভবন। অধিবেশনের শুরু থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। শুক্রবারও একই ছবি ধরা পড়ল। বিরোধীদের বিক্ষোভের জেরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন।
এছাড়া বিহারে বিশেষ নিবিড় সংশোধন (SIR) অনুশীলনের বিরুদ্ধে বিরোধীদের বিরোধিতাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই আবহে শুক্রবার (২৫ জুলাই, ২০২৫) আবারও রাজ্যসভা মুলতবি করা হয়।
* প্রশ্নোত্তর পর্বে শিবরাজ সিং চৌহান কথা বলার চেষ্টা করেন, কিন্তু বিরোধী সাংসদরা প্রতিবাদ অব্যাহত রাখেন।
* বিরোধী দলের সদস্যদের বিক্ষোভের জেরে রাজ্যসভা দুপুর ১২টা পর্যন্ত মুলতবি হলেও পুনরায় কার্যক্রম শুরু হয়। তবে বিরোধীদের তুমুল বিক্ষোভের জেরে তা আজকের জন্য মুলতুবি হয়ে যায়।
* এদিন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বিধি ২৬৭ এর অধীনে প্রাপ্ত নোটিশ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। যেখানে সদস্যরা বিহারে বিশেষ নিবিড় সংশোধনী অনুশীলন, অন্যান্য রাজ্যে বাঙালি অভিবাসী শ্রমিকদের প্রতি বৈষম্যের অভিযোগ, ছত্তিশগড়ে শিল্প উন্নয়নের কারণে পরিবেশগত প্রভাব, মণিপুরে সহিংসতা এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন।