৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাম মন্দির উদ্বোধনের দিন মুসলিমদের মসজিদ–মাদ্রাসায় জয় শ্রী রাম স্লোগান দেওয়ার আহ্বান আরএসএস নেতার

পুবের কলম ওয়েব ডেস্ক: দেশের বিজেপি ও আরএসএস নেতাদের মুখে রাম মন্দিরের উদ্বোধন ছাড়া আর কোনও কথা নেই। ২২ তারিখ রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে মাসজিদ, দরগা, মাদ্রাসায় ১১ বার করে ‘শ্রী রাম, জয় রাম, জয় জয় রাম’ স্লোগান দেওয়ার আহ্বান জানান আরএসএসের জাতীয় কার্যনির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার।

তার মতে, দেশের ৯৯ শতাংশ মুসলিম ও অন্যান্য অহিন্দুরা এদেশেরই মানুষ। তাদের পূর্বপূরুষ এক। এই মাটিতেই তারা জন্মেছিলেন, কিন্তু পরে ধর্ম পরিবর্তন করেছিলেন। তাই রামের নাম স্লোগান দিতে কারোর আপত্তি থাকার কথা না।

আরও পড়ুন: ‘ঝুকেগা নহী’, রাম মন্দির উদ্বোধনের দিন নাসিকের রাম মন্দিরে মহা আরতি করবেন উদ্ধব ঠাকরে

তার মতে, রামলালার অভিষেকের দিন মুসলিম, খ্রিস্টান ও শিখদের নিজের নিজের ধর্মীয় স্থানে প্রার্থনার মাধ্যমে মন্দিরের অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত।

আরও পড়ুন: ধর্ম সংসদে ঘৃণাভাষণ, বক্তাদের শাস্তি হওয়া উচিত, দাবি আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের

আরএসএস এর সঙ্গে সম্পর্কিত মুসলিম রাষ্ট্রীয় মঞ্চও নাকি বিভিন্ন ধর্মের মানুষের কাছে আবেদন করছে, এভাবেই  রাম মন্দিরের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।

শুধু তাই নয়, তিনি গুরুদোয়ারা, চার্চ ও অহিন্দু অন্যান্য ধর্মীয় স্থানে প্রদীপ জ্বালিয়ে ও অন্যান্যভাবে সাজানোর আবেদন করেছেন। একই সঙ্গে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হওয়ার জন্য টিভিতে ওই অনুষ্ঠান দেখার জন্যেও আবেদন করেছেন।

সম্প্রতি ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ বলেছিলেন, রাম শুধুমাত্র হিন্দুদের নয়। তিনি গোটা বিশ্বের সকলের। এর জবাবে আরএসএস নেতা বলেন, আমরা তো বলিনি রাম শুধু হিন্দুদের। আমরা বলছি রাম সকলের। এটা আপনি অন্যদের বোঝান। বিশেষ করে ইন্ডিয়া জোটের শরিকদের বোঝান, যাতে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা আমন্ত্রণ পত্রের অপেক্ষা না করেন।

 

সর্বধিক পাঠিত

পাঁচ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ, তামিলনাড়ুতে ১২.৪৩ লক্ষ ভোটারকে শুনানির নোটিস কমিশনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাম মন্দির উদ্বোধনের দিন মুসলিমদের মসজিদ–মাদ্রাসায় জয় শ্রী রাম স্লোগান দেওয়ার আহ্বান আরএসএস নেতার

আপডেট : ১ জানুয়ারী ২০২৪, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: দেশের বিজেপি ও আরএসএস নেতাদের মুখে রাম মন্দিরের উদ্বোধন ছাড়া আর কোনও কথা নেই। ২২ তারিখ রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে মাসজিদ, দরগা, মাদ্রাসায় ১১ বার করে ‘শ্রী রাম, জয় রাম, জয় জয় রাম’ স্লোগান দেওয়ার আহ্বান জানান আরএসএসের জাতীয় কার্যনির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার।

তার মতে, দেশের ৯৯ শতাংশ মুসলিম ও অন্যান্য অহিন্দুরা এদেশেরই মানুষ। তাদের পূর্বপূরুষ এক। এই মাটিতেই তারা জন্মেছিলেন, কিন্তু পরে ধর্ম পরিবর্তন করেছিলেন। তাই রামের নাম স্লোগান দিতে কারোর আপত্তি থাকার কথা না।

আরও পড়ুন: ‘ঝুকেগা নহী’, রাম মন্দির উদ্বোধনের দিন নাসিকের রাম মন্দিরে মহা আরতি করবেন উদ্ধব ঠাকরে

তার মতে, রামলালার অভিষেকের দিন মুসলিম, খ্রিস্টান ও শিখদের নিজের নিজের ধর্মীয় স্থানে প্রার্থনার মাধ্যমে মন্দিরের অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত।

আরও পড়ুন: ধর্ম সংসদে ঘৃণাভাষণ, বক্তাদের শাস্তি হওয়া উচিত, দাবি আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের

আরএসএস এর সঙ্গে সম্পর্কিত মুসলিম রাষ্ট্রীয় মঞ্চও নাকি বিভিন্ন ধর্মের মানুষের কাছে আবেদন করছে, এভাবেই  রাম মন্দিরের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।

শুধু তাই নয়, তিনি গুরুদোয়ারা, চার্চ ও অহিন্দু অন্যান্য ধর্মীয় স্থানে প্রদীপ জ্বালিয়ে ও অন্যান্যভাবে সাজানোর আবেদন করেছেন। একই সঙ্গে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হওয়ার জন্য টিভিতে ওই অনুষ্ঠান দেখার জন্যেও আবেদন করেছেন।

সম্প্রতি ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ বলেছিলেন, রাম শুধুমাত্র হিন্দুদের নয়। তিনি গোটা বিশ্বের সকলের। এর জবাবে আরএসএস নেতা বলেন, আমরা তো বলিনি রাম শুধু হিন্দুদের। আমরা বলছি রাম সকলের। এটা আপনি অন্যদের বোঝান। বিশেষ করে ইন্ডিয়া জোটের শরিকদের বোঝান, যাতে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা আমন্ত্রণ পত্রের অপেক্ষা না করেন।