এবার উইম্বলডনে নিষিদ্ধ হলো রাশিয়া বেলারুশের টেনিস তারকারা

- আপডেট : ২১ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো অব্যাহত। এমত অবস্থায় কিছুদিন বাদেই শুরু হতে চলা উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হলো রাশিয়া ও বেলারুশের টেনিস তারকাদের। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণা কোনোভাবেই মেনে নিতে পারেনি ইংল্যান্ড। এই যুদ্ধে ইংল্যান্ড ইউক্রেনকে সমর্থন করেছিল। যুদ্ধ এখনো থামেনি। অল ইংল্যান্ড টেনিস ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে,’ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যেভাবে সামরিক অভিযান শুরু করেছে তা আমরা কোনভাবেই মানি না। এটা মোটেও সমর্থনযোগ্য নয়। তাই আমরা রাশিয়াকে কোনভাবেই এই প্রতিযোগিতায় অনুমতি দেবোনা।রাশিয়ান কোনও টেনিস খেলোয়াড় উইম্বলডনে অংশগ্রহণ করতে পারবে না।’ শুধু রাশিয়া নয় অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যশালী এই টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না বেলারুশের প্রতিযোগিরাও। কারণ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে যুদ্ধ করছে তাতে বেলারুশ রাশিয়ার পাশে রয়েছে। উইম্বলডনে রাশিয়া ও বেলারুশ নিষিদ্ধ হয়ে যাওয়ায় দানিল মেদভেদেভ, অন্দ্রে রুবলেভ, ভিক্টোরিয়া আজারেঙ্কাদের অত তারকা টেনিস প্লেয়ার দের দেখা যাবে না উইম্বলডনের সবুজ কোর্ট -এ।