০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ২০ অগাস্ট ২০২৫, বুধবার
  • / 144

 পুবের কলম ওয়েবডেস্ক: ভারতীয় পণ্যের উপর বিপুল শুল্ক আরোপ করেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে ভারতের রপ্তানি ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে মুশকিল আসান হতে পারে রাশিয়ার বাজার। দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুশকিন স্পষ্ট বার্তা দেন – “আমেরিকার বাজারে ভারতীয় পণ্য প্রবেশে সমস্যা হলে, রাশিয়ার বাজার ভারতের জন্য অপেক্ষা করছে।”

 

সম্প্রতি রাশিয়া থেকে ভারত অপরিশোধিত তেল কিনে আসছে। আর তাতেই অসন্তুষ্ট আমেরিকা। সেই কারণেই ভারতের উপর অতিরিক্ত ২৫% ট্যারিফ চাপিয়েছে ওয়াশিংটন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বাবুশকিন বলেন, “এটা ভারতের জন্য নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। তবে ভারত-রাশিয়ার সম্পর্কের উপর আমাদের আস্থা রয়েছে। বাইরের চাপ সত্ত্বেও এনার্জি কো-অপারেশন চলতে থাকবে।” শুধু তাই নয়, তিনি আমেরিকার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে ‘নব্য-উপনিবেশবাদী নীতি’ চালানোর অভিযোগও তোলেন।

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

 

আরও পড়ুন: Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এর একদিন আগেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছিলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়া ঠেকাতেই ভারতের উপর এই শুল্ক চাপানো হয়েছে। তার পরের দিনই রাশিয়ার তরফে ভারতের পাশে থাকার বার্তা আসে।

আরও পড়ুন: Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার

 

এদিকে, সম্প্রতি আলাস্কায় মুখোমুখি বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইউক্রেন যুদ্ধ থামানোর কোনও সিদ্ধান্ত হয়নি। তবে বৈঠকের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন পুতিন। সেই প্রসঙ্গ টেনে বাবুশকিন জানান, “প্রেসিডেন্ট পুতিন সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে ইউক্রেন প্রসঙ্গে আলোচনা করেছেন। এটাই প্রমাণ করে ভারতের গুরুত্ব রাশিয়ার কাছে কতখানি।” তাঁর দাবি, আমেরিকা যদি সত্যিই ভারতকে বন্ধু ভাবত, তাহলে এমন ট্যারিফ চাপাত না।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস

আপডেট : ২০ অগাস্ট ২০২৫, বুধবার

 পুবের কলম ওয়েবডেস্ক: ভারতীয় পণ্যের উপর বিপুল শুল্ক আরোপ করেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে ভারতের রপ্তানি ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে মুশকিল আসান হতে পারে রাশিয়ার বাজার। দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুশকিন স্পষ্ট বার্তা দেন – “আমেরিকার বাজারে ভারতীয় পণ্য প্রবেশে সমস্যা হলে, রাশিয়ার বাজার ভারতের জন্য অপেক্ষা করছে।”

 

সম্প্রতি রাশিয়া থেকে ভারত অপরিশোধিত তেল কিনে আসছে। আর তাতেই অসন্তুষ্ট আমেরিকা। সেই কারণেই ভারতের উপর অতিরিক্ত ২৫% ট্যারিফ চাপিয়েছে ওয়াশিংটন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বাবুশকিন বলেন, “এটা ভারতের জন্য নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। তবে ভারত-রাশিয়ার সম্পর্কের উপর আমাদের আস্থা রয়েছে। বাইরের চাপ সত্ত্বেও এনার্জি কো-অপারেশন চলতে থাকবে।” শুধু তাই নয়, তিনি আমেরিকার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে ‘নব্য-উপনিবেশবাদী নীতি’ চালানোর অভিযোগও তোলেন।

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

 

আরও পড়ুন: Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এর একদিন আগেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছিলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়া ঠেকাতেই ভারতের উপর এই শুল্ক চাপানো হয়েছে। তার পরের দিনই রাশিয়ার তরফে ভারতের পাশে থাকার বার্তা আসে।

আরও পড়ুন: Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার

 

এদিকে, সম্প্রতি আলাস্কায় মুখোমুখি বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইউক্রেন যুদ্ধ থামানোর কোনও সিদ্ধান্ত হয়নি। তবে বৈঠকের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন পুতিন। সেই প্রসঙ্গ টেনে বাবুশকিন জানান, “প্রেসিডেন্ট পুতিন সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে ইউক্রেন প্রসঙ্গে আলোচনা করেছেন। এটাই প্রমাণ করে ভারতের গুরুত্ব রাশিয়ার কাছে কতখানি।” তাঁর দাবি, আমেরিকা যদি সত্যিই ভারতকে বন্ধু ভাবত, তাহলে এমন ট্যারিফ চাপাত না।