০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘পশ্চিমা অস্ত্রগুদাম টার্গেট ছিল’ ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করল রাশিয়া

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার
  • / 34

পূবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনের ক্রেমেনচুকের জনবহুল শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা অস্বীকার করল রাশিয়া। রাষ্ট্রসংঘে নিযুক্ত রুশ উপ- রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি নিরাপত্তা পরিষদকে বলেছেন, ওই শপিং সেন্টারে কোনও হামলা চালায়নি মস্কো। যদিও অঞ্চলটির গভর্নর দিমিত্রো লুনিন সেখানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহতের কথা জানিয়েছেন। দিমিত্রি পলিয়ানস্কি বলেন, রাশিয়ার অস্ত্রগুলো পূর্ব দোনবাসে ইউক্রেনীয় বাহিনীর একটি স্থাপনায় আঘাত হেনেছে। সেখানে আমেরিকা ও ইউরোপের অস্ত্র ও গোলাবারুদের মজুত ছিল।

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

তিনি বলেন, ঘটনাস্থল শপিং সেন্টার থেকে কিছুটা দূরে ছিল। কিন্তু গোলাবারুদের বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, যা পরে শপিং মলে ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় সোমবার বিকাল সাড়ে ৩টের দিকে আক্রান্ত হয় অ্যামস্টোর নামের শপিং মলটি। এটির অবস্থান ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৮১ মাইল দূরে। ভিডিয়োতে দেখা যায়, শপিং মলটি থেকে ধোঁয়া উড়ছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে জড়ো হয়েছে অগ্নিনির্বাপক ট্রাক।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

 

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলার সময় শপিং মলের ভেতরে সহস্রাধিক মানুষ ছিল। রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টেফান দুজারিচ অসামরিক স্থাপনায় এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পোলটাভা অঞ্চলের প্রশাসনিক প্রধান দিমিত্রো লুনিন এ আক্রমণকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন।

 

তবে রাশিয়া সব অভিযোগ অস্বীকার করেছে। এ দিকে, শপিং মলে রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি রাষ্ট্রসংঘকে তদন্তের আহ্বান জানিয়েছে কিয়েভ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি ফোনকলের মাধ্যমে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেন। এ সময় তিনি হামলার ঘটনা তদন্তে ইউক্রেনে একজন দূত বা বা একটি কমিশন পাঠাতে রাষ্ট্রসংঘর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীন তদন্তের মাধ্যমে রাষ্ট্রসংঘের পক্ষে যাবতীয় তথ্য খুঁজে বের করা সম্ভব। তারা যাচাই করে দেখতে পারে, রাশিয়া আসলেই সেখানে হামলা চালিয়েছে কি না।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘পশ্চিমা অস্ত্রগুদাম টার্গেট ছিল’ ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করল রাশিয়া

আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার

পূবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনের ক্রেমেনচুকের জনবহুল শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা অস্বীকার করল রাশিয়া। রাষ্ট্রসংঘে নিযুক্ত রুশ উপ- রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি নিরাপত্তা পরিষদকে বলেছেন, ওই শপিং সেন্টারে কোনও হামলা চালায়নি মস্কো। যদিও অঞ্চলটির গভর্নর দিমিত্রো লুনিন সেখানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহতের কথা জানিয়েছেন। দিমিত্রি পলিয়ানস্কি বলেন, রাশিয়ার অস্ত্রগুলো পূর্ব দোনবাসে ইউক্রেনীয় বাহিনীর একটি স্থাপনায় আঘাত হেনেছে। সেখানে আমেরিকা ও ইউরোপের অস্ত্র ও গোলাবারুদের মজুত ছিল।

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

তিনি বলেন, ঘটনাস্থল শপিং সেন্টার থেকে কিছুটা দূরে ছিল। কিন্তু গোলাবারুদের বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, যা পরে শপিং মলে ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় সোমবার বিকাল সাড়ে ৩টের দিকে আক্রান্ত হয় অ্যামস্টোর নামের শপিং মলটি। এটির অবস্থান ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৮১ মাইল দূরে। ভিডিয়োতে দেখা যায়, শপিং মলটি থেকে ধোঁয়া উড়ছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে জড়ো হয়েছে অগ্নিনির্বাপক ট্রাক।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

 

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলার সময় শপিং মলের ভেতরে সহস্রাধিক মানুষ ছিল। রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টেফান দুজারিচ অসামরিক স্থাপনায় এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পোলটাভা অঞ্চলের প্রশাসনিক প্রধান দিমিত্রো লুনিন এ আক্রমণকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন।

 

তবে রাশিয়া সব অভিযোগ অস্বীকার করেছে। এ দিকে, শপিং মলে রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি রাষ্ট্রসংঘকে তদন্তের আহ্বান জানিয়েছে কিয়েভ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি ফোনকলের মাধ্যমে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেন। এ সময় তিনি হামলার ঘটনা তদন্তে ইউক্রেনে একজন দূত বা বা একটি কমিশন পাঠাতে রাষ্ট্রসংঘর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীন তদন্তের মাধ্যমে রাষ্ট্রসংঘের পক্ষে যাবতীয় তথ্য খুঁজে বের করা সম্ভব। তারা যাচাই করে দেখতে পারে, রাশিয়া আসলেই সেখানে হামলা চালিয়েছে কি না।