পুবের কলম ওয়েবডেস্ক: আফগানিস্তানে তালিবান সরকারের প্রতি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল রাশিয়া। শুক্রবার তালিবান নিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে এই স্বীকৃতি দেয় রাশিয়া।রুশ বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, এই স্বীকৃতি দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সাহায্য করবে। তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে “সাহসী পদক্ষেপ” বলে উল্লেখ করেছেন। আশা প্রকাশ করেছেন, অন্যান্য দেশও রাশিয়ার পদাঙ্ক অনুসরণ করবে।
যদিও জাতিসংঘ বা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো তালিবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি। তবে রাশিয়া ইতিমধ্যেই কাবুলে তাদের বাণিজ্যিক দফতর খুলেছে। আফগানিস্তানকে গ্যাস ট্রানজিট হাবে পরিণত করার পরিকল্পনাও করছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।


































