০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুতিনকে ‘যুদ্ধপরাধী’ বলায় বাইডেনের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া রাশিয়ার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 56

পুবের কলম, ওয়েবডেস্কঃ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধপরাধী’ বলে অভিহিত করেছেন। আর এই বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া।

তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, এটি ক্ষমার অযোগ্য অপরাধ।

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে হঠাৎ করেই পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলেন বাইডেন। এ বিষয়ে তার পূর্ব প্রস্তুতি ছিল না। আর সে কারণে হোয়াইট হাউস বিবৃতি দিয়ে বলেছে, বাইডেন ‘অন্তরের অন্তস্থল থেকে এ কথা বলেছেন’। এদিকে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির কড়া ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেছেন, যাদের ছোড়া বোমায় পৃথিবীর হাজার হাজার মানুষ মারা গেছে, তাদের কাছ থেকে এ ধরনের এই ধরনের কথা ক্ষমা অযোগ্য।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

ওয়াশিংটনে জো বাইডেনকে একজন সাংবাদিক প্রশ্ন করেন,  সব কিছু দেখার পর আপনি কি পুতিনকে এখন যুদ্ধাপরাধী বলবেন?

আরও পড়ুন: ইরান-ইসরাইলের যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করলে ভয়াবহ সংঘাতের হুঁশিয়ারি রাশিয়ার

প্রশ্নের জবাবে শুরুতে বাইডেন ‘না’ বললেও, পরে তিনি হঠাৎই মত বদলে জিজ্ঞেস করেন, আপনি কি জানতে চাইছেন আমি তাকে বলবো কি না…?  ওহ, আমি মনে করি তিনি একজন যুদ্ধাপরাধী।

অন্যদিকে এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন,  বিশ্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে হবে যে, রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে যে কোনও আলোচনা সফল হওয়ার জন্য একটি পূর্বশর্ত হচ্ছে আমার দেশের ‘প্রকৃত সুরক্ষা’।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এই নিয়ে ২২ দিনে পড়ল যুদ্ধ। কিয়েভ, খারকিভে প্রায় ধবংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় ১৩ লক্ষ মানুষ ইতিমধ্যেই দেশ ছেড়েছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুতিনকে ‘যুদ্ধপরাধী’ বলায় বাইডেনের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া রাশিয়ার

আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধপরাধী’ বলে অভিহিত করেছেন। আর এই বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া।

তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, এটি ক্ষমার অযোগ্য অপরাধ।

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে হঠাৎ করেই পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলেন বাইডেন। এ বিষয়ে তার পূর্ব প্রস্তুতি ছিল না। আর সে কারণে হোয়াইট হাউস বিবৃতি দিয়ে বলেছে, বাইডেন ‘অন্তরের অন্তস্থল থেকে এ কথা বলেছেন’। এদিকে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির কড়া ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেছেন, যাদের ছোড়া বোমায় পৃথিবীর হাজার হাজার মানুষ মারা গেছে, তাদের কাছ থেকে এ ধরনের এই ধরনের কথা ক্ষমা অযোগ্য।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

ওয়াশিংটনে জো বাইডেনকে একজন সাংবাদিক প্রশ্ন করেন,  সব কিছু দেখার পর আপনি কি পুতিনকে এখন যুদ্ধাপরাধী বলবেন?

আরও পড়ুন: ইরান-ইসরাইলের যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করলে ভয়াবহ সংঘাতের হুঁশিয়ারি রাশিয়ার

প্রশ্নের জবাবে শুরুতে বাইডেন ‘না’ বললেও, পরে তিনি হঠাৎই মত বদলে জিজ্ঞেস করেন, আপনি কি জানতে চাইছেন আমি তাকে বলবো কি না…?  ওহ, আমি মনে করি তিনি একজন যুদ্ধাপরাধী।

অন্যদিকে এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন,  বিশ্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে হবে যে, রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে যে কোনও আলোচনা সফল হওয়ার জন্য একটি পূর্বশর্ত হচ্ছে আমার দেশের ‘প্রকৃত সুরক্ষা’।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এই নিয়ে ২২ দিনে পড়ল যুদ্ধ। কিয়েভ, খারকিভে প্রায় ধবংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় ১৩ লক্ষ মানুষ ইতিমধ্যেই দেশ ছেড়েছে।