লেজার অস্ত্র দিয়ে যুদ্ধ করছে রাশিয়া!

- আপডেট : ২৩ মে ২০২২, সোমবার
- / 21
পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী ইউরি বরিসভ এক সাক্ষাৎকারে দাবি করেন, ইউক্রেন যুদ্ধে লেজার অস্ত্রের মতো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে মস্কো। এই অস্ত্রের নাম জাদিরা। রাশিয়ার দাবি, ওই অস্ত্রের সাহায্যে তারা ইউক্রেনের ড্রোন ধ্বংস করছে। ডেপুটি প্রধানমন্ত্রীর বক্তব্য, লেজার অস্ত্রটি (জাদিরা) তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের একটি অংশ। যার মধ্যে একটি লেজার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যাকে বলা হয় পেরেসভেট। বরিসভের দাবি, এই অস্ত্রের সাহায্যে দেড় হাজার কিলোমিটার দূরের স্যাটেলাইটের ছবি ব্লক করে দেওয়া যায়। অস্ত্র বিশেষজ্ঞদের বক্তব্য, লেজার অস্ত্রের সাহায্যে খুব সহজে লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। খুব জোরালো লেসার বিমের সাহায্যে লক্ষ্যবস্তুতে ফুটো তৈরি করা যায়। তবে আধুনিক লেজার অস্ত্রের সাহায্যে আরও বড় আক্রমণ সম্ভব। লক্ষ্যবস্তুকে সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া যেতে পারে। সুবিধা হল, লেজার অস্ত্র তৈরির জন্য কোনও গোলাবারুদের প্রয়োজন হয় না। অত্যন্ত কম খরচে এই অস্ত্র তৈরি সম্ভব। মার্কিন বিশেষজ্ঞদের বক্তব্য, একটি লেজার অস্ত্র তৈরি করতে এক ডলারেরও কম অর্থ খরচ হয়। বিশ্বের বিভিন্ন দেশ লেজার অস্ত্র তৈরির প্রকল্প শুরু করেছে। কিছুদিন আগে ইসরাইল দাবি করেছিল, তারা পৃথিবীর প্রথম লেজার অস্ত্র তৈরি করতে পেরেছে। আমেরিকাও লেজার অস্ত্র তৈরির দাবি করেছে। তবে রাশিয়া এমন অস্ত্র তৈরি করেছে কি না, তা নিয়ে কোনও খবর ছিল না। রাশিয়া এর আগে এমন দাবিও করেনি। পেন্টাগনের অস্ত্র বিশেষজ্ঞদের বক্তব্য, ইউক্রেনে রাশিয়া যে ধরনের হামলা চালিয়েছে, তাতে এখনও পর্যন্ত লেজার অস্ত্র ব্যবহারের চিহ্ন পাওয়া যায়নি। ফলে রাশিয়ার দাবি মিথ্যা বলেই মনে হচ্ছে। রাশিয়া অবশ্য জানিয়েছে, তারা ইউক্রেনের ড্রোন নষ্ট করেছে ওই অস্ত্রের সাহায্যে। এ দিকে আমেরিকার দাবি, ড্রোন হামলার জন্য রাশিয়ার সেনাকে পিছু হটতে হয়েছে। সে-কারণেই ড্রোন ধ্বংসের নতুন তত্ত্ব ক্রেমলিন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছে পেন্টাগন।ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও বলছেন, একসময় নাৎসিরা এভাবে প্রোপাগান্ডা চালাত। ভুয়ো অস্ত্রের ভয় দেখিয়ে তারা বিপক্ষের মনোভাব ভাঙার চেষ্টা করত।