০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বহিষ্কারের কূটনীতি রাশিয়া-পোল্যান্ডের

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার
  • / 31

পুবের কলম প্রতিবেদক : বাল্টিক অঞ্চলের তিন দেশ এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। তবে এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি বাল্টিক দেশ থেকে ১০ জন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ছজন এস্তোনিয়া ও লাটভিয়ার এবং চারজন লিথুয়ানিয়ার।এর আগে, এ মাসের শুরুতে উত্তর ইউরোপে বাল্টিক সাগরের তীরবর্তী এ তিন রাষ্ট্র মিলে ১০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল। এবার তারই পাল্টা আঘাত দিলেন পুতিন।

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ও ইউরোপের কয়েকটি দেশ রুশ কূটনীতিক বহিষ্কার করার পর একই পথ অনুসরণ করেছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস মঙ্গলবার ঘোষণা করেছে যে তাদের ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে চিহ্নিত করে তারা ১৭ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এরকম আভাস পাওয়া গেছে যে এই ১৭ জন ‘গোয়েন্দা’ কর্মকর্তা হিসেবে গোপনে সক্রিয়’ এবং এটিই তাদের বহিষ্কারের কারণ। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোয়েন্দাগিরির মারাত্মক হুমকি রয়েছে। বৃহত্তর অর্থে রাশিয়ার বর্তমান মনোভাব এই গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতি অবাঞ্ছিত করে তোলে।’ তারা বলেছে, অন্য কয়েকটি দেশের সাথে পরামর্শ করার পরে তারা এই পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

 

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বহিষ্কারের কূটনীতি রাশিয়া-পোল্যান্ডের

আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক : বাল্টিক অঞ্চলের তিন দেশ এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। তবে এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি বাল্টিক দেশ থেকে ১০ জন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ছজন এস্তোনিয়া ও লাটভিয়ার এবং চারজন লিথুয়ানিয়ার।এর আগে, এ মাসের শুরুতে উত্তর ইউরোপে বাল্টিক সাগরের তীরবর্তী এ তিন রাষ্ট্র মিলে ১০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল। এবার তারই পাল্টা আঘাত দিলেন পুতিন।

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ও ইউরোপের কয়েকটি দেশ রুশ কূটনীতিক বহিষ্কার করার পর একই পথ অনুসরণ করেছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস মঙ্গলবার ঘোষণা করেছে যে তাদের ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে চিহ্নিত করে তারা ১৭ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এরকম আভাস পাওয়া গেছে যে এই ১৭ জন ‘গোয়েন্দা’ কর্মকর্তা হিসেবে গোপনে সক্রিয়’ এবং এটিই তাদের বহিষ্কারের কারণ। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোয়েন্দাগিরির মারাত্মক হুমকি রয়েছে। বৃহত্তর অর্থে রাশিয়ার বর্তমান মনোভাব এই গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতি অবাঞ্ছিত করে তোলে।’ তারা বলেছে, অন্য কয়েকটি দেশের সাথে পরামর্শ করার পরে তারা এই পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

 

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার