২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শস্য রফতানির চুক্তি স্থগিত করল রাশিয়া

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ অক্টোবর ২০২২, রবিবার
  • / 30

পুবের কলম ওয়েব ডেস্ক: কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে রুশ নৌ-বহরে ড্রোন হামলার পর ইউক্রেন থেকে শস্য রফতানির চুক্তি থেকে সরে দাঁড়াল রাশিয়া। কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে শস্য রফতানি ফের চালু করেছিল রাশিয়া ও ইউক্রেন। গত ২২ জুলাই ইস্তান্বুলে তুরস্ক ও রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় সই হয় বহুল প্রত্যাশিত সেই চুক্তি। সেই চুক্তি থেকেই সরে এলো রাশিয়া। শনিবার ক্রিমিয়া উপকূলে হামলার পর এ চুক্তি স্থগিতের ঘোষণা দেয় রুশ প্রতিরক্ষামন্ত্রক। এর মাধ্যমে বিশ্বে ইউক্রেনের শস্য রফতানির পথ সহজ করার প্রক্রিয়া আপাতত বন্ধ হয়ে গেল। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানায়, শনিবার ভোররাতে ইউক্রেন ১৬টি ড্রোন দিয়ে সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোল বন্দরে রুশ নৌবহরে হামলা চালিয়েছে। ব্রিটিশ নৌবাহিনীর বিশেষজ্ঞরা এই হামলা চালাতে ইউক্রেনকে সহায়তা করেছে বলেও অভিযোগ পুতিন সরকারের।

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

তবে লন্ডন মস্কোর দাবিকে প্রত্যাখ্যান করেছে। শস্য রফতানি চুক্তির আওতায় এরইমধ্যে ৯০ লক্ষ টনেরও বেশি ইউক্রেনীয় শস্য রফতানির অনুমোদন পেয়েছে এবং আগামী ১৯ নভেম্বর চুক্তিটি নবায়ন করার কথা ছিল। তবে ইউক্রেনের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে চুক্তি থেকে বেরিয়ে এলো রাশিয়া।

আরও পড়ুন: ইসরাইল বিমানবন্দরে হামলা, অল্পের জন্য রক্ষা তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার বিমান

 

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

উল্লেখ্য, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকেই কার্যত বন্ধ থাকে কৃষ্ণসাগরের বন্দরগুলো। এর ফলে শুধু ওডেসা বন্দরেই আটকে পড়েছিল ২৫ মিলিয়ন টন শস্য। চুক্তি সইয়ের ফলে রাশিয়ার খাদ্যপণ্য ও সার রফতানি শুরু হয়েছিল এই সমুদ্রপথে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শস্য রফতানির চুক্তি স্থগিত করল রাশিয়া

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে রুশ নৌ-বহরে ড্রোন হামলার পর ইউক্রেন থেকে শস্য রফতানির চুক্তি থেকে সরে দাঁড়াল রাশিয়া। কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে শস্য রফতানি ফের চালু করেছিল রাশিয়া ও ইউক্রেন। গত ২২ জুলাই ইস্তান্বুলে তুরস্ক ও রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় সই হয় বহুল প্রত্যাশিত সেই চুক্তি। সেই চুক্তি থেকেই সরে এলো রাশিয়া। শনিবার ক্রিমিয়া উপকূলে হামলার পর এ চুক্তি স্থগিতের ঘোষণা দেয় রুশ প্রতিরক্ষামন্ত্রক। এর মাধ্যমে বিশ্বে ইউক্রেনের শস্য রফতানির পথ সহজ করার প্রক্রিয়া আপাতত বন্ধ হয়ে গেল। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানায়, শনিবার ভোররাতে ইউক্রেন ১৬টি ড্রোন দিয়ে সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোল বন্দরে রুশ নৌবহরে হামলা চালিয়েছে। ব্রিটিশ নৌবাহিনীর বিশেষজ্ঞরা এই হামলা চালাতে ইউক্রেনকে সহায়তা করেছে বলেও অভিযোগ পুতিন সরকারের।

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

তবে লন্ডন মস্কোর দাবিকে প্রত্যাখ্যান করেছে। শস্য রফতানি চুক্তির আওতায় এরইমধ্যে ৯০ লক্ষ টনেরও বেশি ইউক্রেনীয় শস্য রফতানির অনুমোদন পেয়েছে এবং আগামী ১৯ নভেম্বর চুক্তিটি নবায়ন করার কথা ছিল। তবে ইউক্রেনের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে চুক্তি থেকে বেরিয়ে এলো রাশিয়া।

আরও পড়ুন: ইসরাইল বিমানবন্দরে হামলা, অল্পের জন্য রক্ষা তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার বিমান

 

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

উল্লেখ্য, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকেই কার্যত বন্ধ থাকে কৃষ্ণসাগরের বন্দরগুলো। এর ফলে শুধু ওডেসা বন্দরেই আটকে পড়েছিল ২৫ মিলিয়ন টন শস্য। চুক্তি সইয়ের ফলে রাশিয়ার খাদ্যপণ্য ও সার রফতানি শুরু হয়েছিল এই সমুদ্রপথে।