২৫ জুলাই ২০২৫, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার মহাকাশ স্টেশন ধ্বংসের হুমকি রাশিয়ার!

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার
  • / 55

পুবের কলম ওয়েবডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে নানাবিধ নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা বিশ্ব। আর এর ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ধ্বংস হতে পারে। এ জন্য দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে মস্কো। রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন এ বিষয়ে সতর্ক করেছেন। রোগোজিন বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে না নিলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়ার সেবা কার্যক্রম ব্যাহত হবে। এর ফলে ওই স্টেশনে রাশিয়ার দায়িত্বে থাকা কক্ষপথ ঠিক রাখার বিষয়টির ওপর প্রভাব পড়বে। এতে ৫০০ টনের ওই স্টেশন সমুদ্রে বা ভূমিতে আছড়ে পড়বে। রসকসমসের প্রধান সতর্ক করে বলেন, রাশিয়ার পক্ষ থেকে স্টেশনটি যাতে ঠিক কক্ষপথে থাকে, তা নিশ্চিত করতে হবে। বছরে প্রায় ১১ বার এ কাজ করা হয়। এতে মহাকাশ আবর্জনার সঙ্গে ধাক্কা থেকে এটি রক্ষা পায়। রোগোজিন বলেন, মহাকাশ স্টেশনটি আছড়ে পড়লে তা রাশিয়ার ওপর পড়বে না। এর আগে ১ মার্চ মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানায়, রাশিয়ার সাহায্য ছাড়াই মহাকাশ স্টেশনটির কক্ষপথে ধরে রাখার উপায় বের করতে চেষ্টা চালানো হচ্ছে। এত দিন পর্যন্ত মহাকাশ ক্ষেত্রটিতে কেবল আমেরিকা এবং রাশিয়া সহযোগিতা অব্যাহত রেখেছিল। রসকসমস বলেছে, তারা নাসা, কানাডিয়ান স্পেস এজেন্সি ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির কাছে তাদের কোম্পানিগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে অনুরোধ জানিয়েছে।

 

আরও পড়ুন: তেলেঙ্গানায় অরণ্য ধ্বংস বন্ধে কঠোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: বড় পদক্ষেপ, একযোগে ১১ হাজার ইউটিউব চ্যানেল বন্ধ গুগলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার মহাকাশ স্টেশন ধ্বংসের হুমকি রাশিয়ার!

আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে নানাবিধ নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা বিশ্ব। আর এর ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ধ্বংস হতে পারে। এ জন্য দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে মস্কো। রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন এ বিষয়ে সতর্ক করেছেন। রোগোজিন বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে না নিলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়ার সেবা কার্যক্রম ব্যাহত হবে। এর ফলে ওই স্টেশনে রাশিয়ার দায়িত্বে থাকা কক্ষপথ ঠিক রাখার বিষয়টির ওপর প্রভাব পড়বে। এতে ৫০০ টনের ওই স্টেশন সমুদ্রে বা ভূমিতে আছড়ে পড়বে। রসকসমসের প্রধান সতর্ক করে বলেন, রাশিয়ার পক্ষ থেকে স্টেশনটি যাতে ঠিক কক্ষপথে থাকে, তা নিশ্চিত করতে হবে। বছরে প্রায় ১১ বার এ কাজ করা হয়। এতে মহাকাশ আবর্জনার সঙ্গে ধাক্কা থেকে এটি রক্ষা পায়। রোগোজিন বলেন, মহাকাশ স্টেশনটি আছড়ে পড়লে তা রাশিয়ার ওপর পড়বে না। এর আগে ১ মার্চ মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানায়, রাশিয়ার সাহায্য ছাড়াই মহাকাশ স্টেশনটির কক্ষপথে ধরে রাখার উপায় বের করতে চেষ্টা চালানো হচ্ছে। এত দিন পর্যন্ত মহাকাশ ক্ষেত্রটিতে কেবল আমেরিকা এবং রাশিয়া সহযোগিতা অব্যাহত রেখেছিল। রসকসমস বলেছে, তারা নাসা, কানাডিয়ান স্পেস এজেন্সি ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির কাছে তাদের কোম্পানিগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে অনুরোধ জানিয়েছে।

 

আরও পড়ুন: তেলেঙ্গানায় অরণ্য ধ্বংস বন্ধে কঠোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: বড় পদক্ষেপ, একযোগে ১১ হাজার ইউটিউব চ্যানেল বন্ধ গুগলের