এরদোগানের অনুরোধে মারিউপোলে সহায়তা দেবে রাশিয়া

- আপডেট : ৪ এপ্রিল ২০২২, সোমবার
- / 9
পুবের কলম প্রতিবেদক : রাশিয়ার ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টারের প্রধান কর্নেল-জেনারেল মিখাইল মিজিনসেভ রবিবার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের অনুরোধে, মারিউপোলে জাতীয়তাবাদীদের হাতে অপহরণ হওয়া বিদেশী নাগরিকদের সরিয়ে নিতে রাশিয়া সহায়তা দেবে। কর্নেল-জেনারেল উল্লেখ করেছেন যে, রাশিয়া ইউক্রেনের বিপজ্জনক অঞ্চল থেকে বেসামরিক ও বিদেশিদের সরিয়ে নেওয়ার জন্য সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছে। ‘সেই উদ্দেশ্যে, আমরা ক্রমাগত জাতিসংঘ, ওএসসিই, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা করছি।’ মিজিনসেভের মতে, রাশিয়া অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সংস্থার মানবিক উদ্যোগের প্রতি সজাগ রয়েছে। গত ২ এপ্রিল, তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর বলেছেন যে, আঙ্কারা মারিউপোলে বেসামরিক এবং আহতদের সরিয়ে নেয়ার জন্য জাহাজ সহায়তা প্রদান করতে পারে।