বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন সাইনা নেহওয়াল
- আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
- / 137
হায়দরাবাদ, ১৪ জুলাই: পারুপল্লি কাশ্যপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন দেশের তারকা ব্যাডমিন্ডন খেলোয়াড় সাইনা নেহওয়াল। দেশের আর এক ব্যাডমিন্টন তারকা কাশ্যপের সঙ্গে ২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিয়ে হয়েছিল সাইনার। অর্থাৎ ৭ বছরের দাম্পত্যে ইতি পড়ল।
সামাজিক মাধ্যমে অলিম্পিক পদক জয়ী সাইনা লিখেছেন, ‘জীবন মাঝেমধ্যে আমাদের বিভিন্ন দিকে নিয়ে যায়। অনেক চিন্তাভাবনা করে আমি আর কাশ্যপ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরস্পরের জন্য শান্তি, সমৃদ্ধি এবং নিরাময়কে বেছে নিয়েছি। যে স্মৃতি রয়েছে তার জন্য কৃতজ্ঞ। আশা করি, সামনের দিকে এগিয়ে যাব। এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য সকলকে ধন্যবাদ।’
২০০৫ সাল থেকে গোপিচাঁদ ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে একসঙ্গে অনুশীলন করেন সাইনা ও কাশ্যপ। কয়েক বছর প্রেম করার পরে ২০১৮ সালে বিয়ে করেন তাঁরা। সাইনা অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পাশাপাশি এক সময় বিশ্বের এক নম্বর খেলোয়াড়ও হয়েছিলেন। অন্যদিকে কাশ্যপের ঝুলিতে রয়েছে কমনওয়েলথ গেমসের সোনার পদক।




























